কলকাতার বড়বাজারের মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডের জন্য তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তুলোধোনা করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সংবাদমাধ্যমের সামনে তিনি প্রশ্ন করেন, জগন্নাথ দেবকে নিয়ে ছেলেখেলার ফলেই কি অকালে ঝরে গেল ১৪টা প্রাণ?
রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে সুকান্তবাবু বলেন, ‘প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে খুন বলা উচিত। এটা দুর্ঘটনা নয়। কলকাতায় বারবার এই ধরণের ঘটনা ঘটছে। কলকাতাকে জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর এবিষয়ে চিন্তাভাবনা করা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রীর তো সেই বোধ নেই। তিনি নাচ, গান, মেলা ওদিকে কালচারাল সেন্টার করতে ব্যস্ত। আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলেখেলা হচ্ছে তাতে কি তিনি রুষ্ট হলেন? তার জেরেই কি ১৪ জনের জীবন চলে গেল? আগামীতে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি না আমার জানা নেই।’
সুকান্তবাবু বলেন, ‘এটা সম্পূর্ণ প্রশাসনিক অপদার্থতার চরম নিদর্শন। কোনও নিয়মকানুন কিচ্ছু মানা হচ্ছে না। উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকাগুলিতে বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী দিঘায় গিয়ে বসে আছেন।’
মঙ্গলবার সন্ধ্যায় মেছুয়াপট্টির ঋতুরাজ হোটেলে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ১৩ জনের। ১ জনের মৃত্যু হয় কার্নিশ থেকে পড়ে। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে ২০২২ সালে ওই হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তার পরও রমরমিয়ে চলছিল হোটেলটি। মাস কয়েক আগে হোটেলটি পানশালার লাইসেন্সও পেয়ে যায়।