'পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব...', বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তার '৪ দিনে কলকাতা দখলের' হুংকারের জবাবে বেনজির আক্রমণ ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। উল্লেখ্য, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করা দুই ব্যক্তি সম্প্রতি সমাবেশ করেছিলেন ঢাকার রাওয়া কমপ্লেক্সের নীচে। সেখানেই দুই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছিল, 'চারদিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব', 'ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না'। (আরও পড়ুন: মমতা কি INDIA ব্লককে নেতৃত্ব দেওয়ার যোগ্য? 'অধিকার' নিয় বড় কথা বললেন শরদ পাওয়ার)
আরও পড়ুন: অসমে তৃণমূল কি নয়া সভাপতি নিয়োগ করল? পোস্ট করেও মোছা হল... ছড়াল বিভ্রান্তি!
আর এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশিদের কটাক্ষ করে তথাগত রায় একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি লেখেন, 'এইটা একেবারে লিমিট! যে জাতের কৃতিত্ব শুধু বাচ্চা পয়দা করায়, আর সৌদি আরবে গিয়ে পায়খানা পরিষ্কার করায়, তারা টুপি-দাড়ি-লুঙ্গি নিয়ে ইনশাল্লা ইনশাল্লা বলে হাউ হাউ করলে নাকি আমেরিকা ভয় পেয়ে যাবে, ভারত তো কোন ছাড়! গত কয়েকদিন ধরে বাংলাদেশের কামাছা (কাঠমোল্লা মাদ্রাসা-ছাপ) শ্রেণীর ভূতগুলোর পোস্ট দেখে আমি অভিভূত!' (আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...)