প্রোইন্ডিয়া স্কুল ফুটসাল ডেভেলপমেন্ট লিগ এবার আয়োজিত হতে চলেছে দেশের বুকে। যার নেতৃত্বে আছেন 'ফুটসাল ম্যান' অপরূপ চক্রবর্তী। LNFS (স্প্যানিশ ফুটসাল লিগ) -এর সভাপতি মিঃ জাভিয়ের লোজানো এই দিন জানান, ‘প্রোইন্ডিয়া স্কুল ফুটসাল ডেভেলপমেন্ট লিগ, LNFS-এর সঙ্গে যৌথভাবে গৃহীত একটি উদ্যোগ যার নেতৃত্বে আছেন ‘ফুটসাল ম্যান’ এবং ‘ভারতে আমাদের একমাত্র প্রতিনিধি’ অপরূপ চক্রবর্তী। তিনি আরও বলেন, ‘FUTSAL ফর্ম্যাটে AIFF ব্লু কাবস চালু করা এবং ১০০+ টিরও বেশি সরকারি স্কুলকে ১ লাখের বেশি শিশুর জন্য কোনও ফি ছাড়াই একটি ফুটবল ইকোসিস্টেম তৈরি করার এই চেষ্টা খুবই চিত্তাকর্ষক হবে বলে বিশ্বাস।’
আরও পড়ুন - অকালে ‘মৃত্যুর বিছানায় শুয়ে’, লিভারের রোগ প্রাণ কাড়ল কবি পার্থ প্রতিম মৈত্রের
অপরূপ চক্রবর্তী বলেন, ‘আমরা AIFF ব্লু কাবসকে একেবারে বিনামূল্যে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাতে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের সর্বোচ্চ অংশগ্রহণ পেতে পারি। এটি একটি IFA-অনুমোদিত ইভেন্ট, যার অর্থ হল প্রতিভাবান শিশুরা এই লিগ অনুসরণ করে একটি ভালো ভবিষ্যৎ পাবে।’