বাংলা নিউজ > হাতে গরম > এ কেমন সাজ আলিয়া, দীপিকার! ঠিক যেন মেল ভার্শন, ভোল বদলে নয়া চমক বলি অভিনেত্রীদের
কী না হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে! রাতকে দিন আর দিনকে রাত করে দেওয়ার ক্ষমতা যেন হাতের মুঠোয় রেখেছে এআই। এবার তেমনই এক উদাহরণ দিল বিজ্ঞানের এই প্রযুক্তি। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে বিভিন্ন বলি অভিনেত্রীদের। কিন্তু তাদের প্রথম দেখার পর অনেকে ভিরমি খেতে পারেন। কারণ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের অভিনেত্রী থেকে অভিনেতা করে দিয়েছে। অর্থাৎ নারী হলেও তাদের চেহারা বদলে গিয়ে একেবারে পুরুষালি দেখাচ্ছে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ai.meme.nation অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরই ব্যাপক মাত্রায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। ভিডিয়োতে, আলিয়া, দীপিকার পাশাপাশি দেখা গিয়েছে কৃতি শ্যানন, ক্যাটরিনা কাইফকেও।
হাতে গরম খবর