বাংলাদেশের ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করল বিসিবি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অংশ নেওয়া বেশিরভাগ খেলোয়াড়ই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৫ সালের জন্য ২২ জন খেলোয়াড়কে জাতীয় চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় থাকা বেশিরভাগ ক্রিকেটারই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে অংশ নিয়েছিলেন।
অলরাউন্ডার মাহমুদউল্লাহ বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগকে অনুরোধ করেছেন, ফেব্রুয়ারি ২০২৫-এর পর তাকে জাতীয় চুক্তির জন্য বিবেচনা না করা হয়। ফলে, মার্চ ২০২৫ থেকে তিনি এই চুক্তির অংশ থাকবেন না। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ৫ মার্চ ২০২৫ সালে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। সেই কারণেই তিনি মার্চ ২০২৫ থেকে গ্রেড ‘বি’-তে থাকবেন।
আরও পড়ুন … Wasim Akram on Mohammed Hafeez: ওদের নাম উচ্চারণ করাও উচিত নয়… হাফিজের মন্তব্যের কড়া জবাব দিলেন আক্রম
অপর যে খেলোয়াড় বাদ পড়েছেন, তিনি হলেন উইকেটকিপার পারভেজ হোসেন ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও ম্যাচ খেলেননি পারভেজ হোসেন ইমন। এছাড়া নতুন তালিকায় জায়গা পেয়েছেন উইকেটকিপার লিটন দাস, পেসার হাসান মাহমুদ, টেস্ট ওপেনার সাদমান ইসলাম, ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা শরিফুল ইসলাম, স্পিনার তাইজুল ইসলাম, ব্যাটিং অলরাউন্ডার মুমিনুল হক, বোলিং অলরাউন্ডার মাহেদি হাসান ও পেসার খালেদ আহমেদ।
আরও পড়ুন … ভিডিয়ো: আপনাদের সময়ে কে, কখনও সেরা ফিল্ডারের মেডেল পেতেন না? সৌরভের নাম শুনেই হেসে ফেললেন দ্রাবিড়
বাংলাদেশ ক্রিকট বোর্ড চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পাঁচটি গ্রেডে ভাগ করেছে:
A+ গ্রেড:
তাসকিন আহমেদ
A গ্রেড:
নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম
B গ্রেড:
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা
C গ্রেড:
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদি হাসান
D গ্রেড:
নাসুম আহমেদ, খালেদ আহমেদ
আরও পড়ুন … রোহিতের অবসর নিয়ে খবর করায় হুমকি? বাঙালি সাংবাদিকের পরিবারকে গালিগালাজ ‘ফ্যানের’
কে, কত টাকা বেতন পাবেন? চুক্তির মেয়াদ কত দিনের?
চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ‘এ+’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ মাসে সর্বোচ্চ মাসে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা বেতন পাবেন। ক্যাটাগরি ‘এ’-র ক্রিকেটাররা মাসে বেতন পাবেন বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকা। ক্যাটাগরি ‘বি’ তালিকায় থাকা ক্রিকেটাররা মাসে বেতন পাবেন বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকা। ক্যাটাগরি ‘সি’-র ক্রিকেটাররা পাবেন মাসে বেতন ৪ লাখ বাংলাদেশি টাকা। সবশেষে ক্যাটাগরি ‘ডি’-র ক্রিকেটাররা বাংলাদেশি মুদ্রায় মাসে ২ লাখ টাকা বেতন পাবেন। এবার যদি ভারতের সঙ্গে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে ভারতের ‘এ+’ গ্রেডের ক্রিকেটার ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকা পেয়ে থাকেন, যেটা বাংলাদেশি মুদ্রায় ৯.৭৪ কোটি টাকা। সেখানে বাংলাদেশের তাসকিন আহমেদ বছরে পাবেন মাত্র ১.২ কোটি টাকা।