বিশ্বকাপ সেমিফাইনালে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন। আর ফাইনালের শুরুতেই দুর্দান্ত ক্যাচ ধরলেন জি কমলিনী। উইকেটের পিছনে একহাতে দারুণ ক্যাচ নেন ১৬ বছরের তামিলনাড়ুর মেয়ে। আসলে চতুর্থ ওভারের শেষ বলে বড় শট মারার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জেম্মা বোথা। কিন্তু শবনম শাকিলের বলটা তাঁর ব্যাটের কাণায় লেগে উইকেটের পিছনে দিকে উড়ে যেতে থাকে। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে উইকেটকিপার কমলিনীকে টপকে বলটা বাউন্ডারির বাইরে চলে যাবে। কিন্তু নিজের ডানদিকে ঝাঁপিয়ে একহাতে দুর্দান্ত ক্যাচ ধরেন ভারতীয় তরুণী। যে ক্যাচের কারণে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা প্রবল চাপে পড়ে যায়। বিশেষত বোথা সেমিফাইনালে ভালো খেলেছিলেন। ফলে তাঁর উইকেটটা অত্যন্ত মূল্যবান ছিল।
বোলারের অবদানও কম নয়
যদিও বোথার উইকেটের ক্ষেত্রে শবনমের অবদান কম নয়। কারণ ওই ওভারের প্রথম পাঁচটি বলে মাত্র দু'রান উঠেছিল। সেই পরিস্থিতিতে সম্ভবত বড় শট খেলার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। আর তাতেই ব্যাটের কাণায় বল লাগে। আর তারপর দুর্দান্ত ক্ষিপ্রতায় বলটা তালুবন্দী করে নেন কমলিনী।
তবে পরে তাড়াহুড়োয় কমলিনী একটা সহজ স্টাম্পিং ফস্কে দেন। সেটার জন্য ভারতকে অবশ্য বেশি মূল্য চোকাতে হয়নি। কারণ ৬.৪ ওভারে কমলিনী যখন স্টাম্পিং ফস্কান, তখন কাইলা রেনেকে পাঁচ বলে এক রানে খেলেছিলেন। শেষপর্যন্ত ২১ বলে সাত রান করে আউট হয়ে যান। একবার জীবনদান পাওয়ার পরে বেশি রানও করতে পারেননি। আবার অনেক বলও খেলে যান।
আরও পড়ুন: IND vs SA U19 World Cup Final Live: আয়ুশির শিকার কারাবো, ৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা