Mumbai vs Madhya Pradesh: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই বনাম মধ্যপ্রদেশের মধ্যে বহুল প্রতীক্ষিত সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন মুম্বই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তার আগে এক অবাক করা ছবি দেখা গেল।
শ্রেয়স আইয়ারের ‘নো লুক টস’
শ্রেয়স আইয়ারের ‘নো লুক টস।’ আসলে এর আগে ‘নো লুক শট’ ক্রিকেটে বেশ বিখ্যাত হয়েছে। যেখানে ক্রিকেটাররা বলের দিকে না তাকিয়েই চার বা ছক্কা হাঁকান। সেই শটকেই ক্রিকেটের ভাষায় ‘নো লুক শট’ বলা হয়। এবার শ্রেয়স আইয়ার দেখালেন ‘নো লুক টস।’
আরও পড়ুন… BGT 2024-25: মেলবোর্ন টেস্টে হরভজন সিং খেলবেন! রোহিত শর্মার স্পিনার বাছাই নিয়ে মজা করলেন ভাজ্জি
মুম্বই তাদের দ্বিতীয় SMAT সৈয়দ মুস্তাক আলি ট্রফির দিকে নজর রেখেছে। এবং ফাইনালে টস জেতাটাই ছিল তাদের প্রথম পদক্ষেপ। এদিকে, কয়েন টস করার সময় অধিনায়ক শ্রেয়স আইয়ার শিরোনাম হয়ে গিয়েছিলেন। এর কারণ হল তিনি কয়েনটিকে একটি অস্বাভাবিক পদ্ধতিতে ফেলেছিলেন। যা এখন ইন্টারনেটে বেশ ভাইরাল হচ্ছে।
টস করার সময়ে কী ঘটেছিল
টস করার সময়ে ম্যাচ রেফারি শ্রেয়স আইয়ারের হাতে কয়েন তুলে দেন। সেই সময়ে নো লুক টস করেন মুম্বইয়ের অধিনায়ক। এমনটা দেখে ম্যাচ রেফারিও অবাক হয়ে যান। শ্রেয়স আইয়ারের অস্বাভাবিক স্টাইল দেখে হতবাক হয়েছিলেন সকলেই। এমনকি উপস্থাপক রোহন গাভাসকরও ঘটনাটি দেখে অবাক হয়েছিলেন এবং এর হালকা দিকটি তুলে ধরেছিলেন। টসের সময় কয়েনটি যখন অনেক দূরে গিয়ে পড়ে তখন উপস্থাপক রোহন গাভাসকর বলেন, ‘মুদ্রাটি শ্রেয়সের ছক্কার মতোই কিছুটা দূরে চলে গিয়েছে।’
দেখুন টস করার সেই ভিডিয়ো
আরও পড়ুন… ধারাভির বস্তি থেকে উঠে এসে কোটিপতি! চিনে নিন WPL 2025 Auction-এ ১.৯০ কোটি পাওয়া সিমরান শেখকে
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-এ মুম্বইয়ের যাত্রা
টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের এটি একটি সোনালী বছর কাটছে। তিনি ২০২৪ সালের মে মাসে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছিল, এই জয়টি এসেছিল ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের হাত ধরে। তার আইপিএল সাফল্যের কারণে, মুম্বই ক্রিকেট সংস্থা SMAT-এর জন্য অজিঙ্কা রাহানে-এর পরিবর্তে শ্রেয়স আইয়ারকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। মুম্বইকে ফাইনালে নিয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তার প্রতি মুম্বই ক্রিকেট সংস্থার দেখানো বিশ্বাসের প্রতিদান দিয়েছেন তিনি।
আরও পড়ুন… জিওফ্রে বয়কটকে শিল্পা শেঠির বাবার বন্ধু বলেছিলেন নভজ্যোত সিং সিধু! কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন