বহুুদিন হল প্রেম নিয়ে চর্চায় রয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। চলতি বছর (২০২৫) জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা আমির খান। এর আগে ২টি বিয়ে ভেঙেছে তাঁর, তবে তাতে কী! ফের নতুন করে প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য,এমনকি প্রাক্তন স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে।
এদিকে গত ২৭ এপ্রিল, রবিবার প্রাক্তন (প্রথম) স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গে ঢুকতে দেখা গেল আমির ও গৌরীকে, সঙ্গে ছিলেন বড় ছেলে (রীনার ছেলে) জুনেদও। নিমেষে সেই মুহূর্তটি পাপারাৎজির লেন্সবন্দি হয়। সেখানে দেখা যায়, এদিন নীল-সাদা পোশাক পরেছিলেন আমির। অন্যদিকে গৌরী পরেছিলেন গোলাপি-সাদা কুর্তার সেট। জানা যাচ্ছে ওইদিনটা স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গেই কাটিয়েছেন আমির-গৌরী।