২৫ এপ্রিল মুক্তি পেয়েছে যশ-নুসরত ও মৌসুমী চট্টোপাধ্যায়ের ছবি 'আড়ি'। এই ছবিতে শুধুই অভিনয় নয়, প্রযোজনাও করেছে যশ-নুসরত জুটি। ছবি নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে দর্শকদের মধ্যে। তবে 'আড়ি' মুক্তি পেতে না পেতেই কিছু নিন্দুক যশ-নুসরতের এই ছবি নিয়ে নানান কটু কথা বলতেও ছাড়ছেন না। তবে এবার সেই নিন্দুকদের একহাত নিলেন নুসরত জাহান।
'আড়ি' বিশেষ আপডেট সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেছেন নুসরত। কী লিখেছেন অভিনেত্রী?
নুসরত লেখেন, ‘লোকে আপনাকে নিচে নামানোর জন্য যাই বলুক বা করুক না কেন.. আপনার কাজের প্রতি আপনার সততা সবসময় বাঙালিদের কাছে প্রশংসিত হবেই!’ চমৎকার প্রতিক্রিয়া, অত্যন্ত কৃতজ্ঞ!' এই পোস্টের সঙ্গে কোন কোন সিনেমাহলে ‘আড়ি’ দেখা যাচ্ছে, তার একটি 'চলমান' তালিকা পোস্ট করছেন নুসরত।
আরও পড়ুন-রটেছিল অসুস্থতার খবর, এরই মাঝে কোন্নগরে শকুন্তলা কালী মায়ের দর্শনে কাঞ্চন মল্লিক
এদিকে এই পোস্টের নিচে বহু নেটিজেন নুসরত-যশ জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত ‘আড়ি’ ছবির অন্যতম আকর্ষণ হলেন কিংবদন্তি মৌসুমী চট্টোপাধ্যায়। ২০১৩ সালে অপর্ণা সেনের ‘গয়নার বক্স’-এর পর ফের কোনও বাংলা ছবিতে দেখা গেল তাঁকে।
মা ও ছেলের দুষ্টু-মিষ্টি রসায়নই ‘আড়ি’র আকর্ষণ। সম্পর্কের জটিল ধাঁধাও বার্ধ্যক্যের ভারে ডিমেনশিয়া আক্রান্ত মাকে ছেলের জীবনযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে 'আড়ি' গল্প। মা ও ছেলের এই গল্পে হঠাৎ করেই এসে পড়বেন নুসরত, ছবিতে তাঁকে দেখা গিয়েছে লেখিকার ভূমিকায়। জিৎ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে যশ-নুসরত, মৌসুমী ছাড়াও রয়েছেন পার্থ ভৌমিক, দেবরাজ ভট্টাচার্য। ছবির আইটেম নম্বরে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যশ-নুসরতের প্রযোজনায় তৈরি দ্বিতীয় ছবি এটা।
এদিকে ২৬ এপ্রিল ছিল মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তার আগে ২৫ এপ্রিল 'আড়ি'র প্রিমিয়ারে মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন উদযাপিত হয়। এবার তিনি ৭৭ বছরে পা দিলেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে 'আড়ি'র প্রিমিয়ারে জোড়া কেক কাটা হয়। কেক কেটে তা প্রথমেই সেখানে উপস্থিত কোয়েল মল্লিক পরে যশ দাশগুপ্ত বা নুসরত জাহানকে খাওয়ান মৌসুমী। ওইদিন যশের হাত ধরেই ছবির প্রিমিয়ারে পৌঁছেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।