বৃহস্পতিবার ভোরে মুম্বইয়ের বান্দ্রায় সইফ আলি খান ও করিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। নিজের বাড়িতে ডাকাতি আটকাতে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে সইফের জখম হয়েছিলেন সইফ।
ভয়ঙ্কর ছুরিকাঘাতের কারণে তাঁকে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন যে তাঁকে একটি অটোরিকশা করে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পর তাঁর অস্ত্রোপচারও হয়।
আরও পড়ুন: ইন্ড্রাস্টিতে মনে রাখার মতো চরিত্র পান না সোহম! 'ভীষণ হতাশ…' যা বললেন অভিনেতা
জানা গিয়েছে, যখন তাঁদের বাসভবনে ডাকাতির চেষ্টা হয়েছিল তখন বাড়িতে ছিলেন সইফ আলি খান নিজে, তাঁর স্ত্রী কারিনা কাপুর, তাঁদের দুই ছেলে চার বছরের জেহ ও আট বছরের তৈমুর। তাছাড়া ১২ তলা ওই অ্যাপার্টমেন্টে ছিলেন পাঁচ গৃহকর্মী। পুলিশের কাছে দেওয়া এক বিবৃতিতে জেহ'র আয়া এলিয়ামা ফিলিপ জানান তিনি প্রথম সশস্ত্র হামলাকারীর মুখে পড়েছিলেন, তিনি জানান আততায়ীরা এক কোটি টাকা চেয়েছিলেন।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অনুপ্রবেশকারী জোর করে অভিনেতার ফ্ল্যাটে ঢোকেনি বা ভাঙচুর করেনি, সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে রাতের কোনও এক সময়ে লুকিয়ে ঢুকেছিল। সবাই জেগে যাওয়ার পর তাঁরা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: টাবুর সঙ্গে সম্পর্কে থাকাকালীনই মদ্যপ অবস্থায় মহীপের সঙ্গে রাত কাটান সঞ্জয়! তাই কি ৫২-তেও অবিবাহিত নায়িকা?
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, লাল স্কার্ফ পরা, ব্যাকপ্যাক নেওয়া সন্দেহভাজন সৎগুরু শরণ ভবনের ছয় তলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়ে নীচে নেমে আসছে।