প্রয়াত খ্যাতনামা মালায়ালম পরিচালক, সিনেমাটোগ্রাফার সঙ্গীত শিবন। ৮ মে, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অসুস্থতার জন্য ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। বৃহস্পতিবার ওশিওয়ারা শ্মশানে প্রবীণ পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হয়।
অনুপম খের, ফারদিন খান, রিতেশ দেশমুখ, তুষার কাপুর এবং জায়েদ খানের মতো সেলিব্রিটিরা সঙ্গীত শিবনের শেষকৃত্যে হাজির হয়েছিলেন। মূত্রনালীর সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিবন। সঙ্গীত সিভানের ভাই সঞ্জীব শিবন জানিয়েছেন, বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আরও পড়ুন: ‘শাকিব-বুবলির বিয়েই হয়নি’, চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের প্রযোজক ইকবালের
আরও পড়ুন: মনে আছে তো পুষ্পা পাণ্ডে কে, অক্ষয়-আরশাদের সঙ্গে Jolly LLB 3-তে ফিরছেন হুমা
ফটোগ্রাফার-চিত্রগ্রাহক শিবনের বড় ছেলে ছিলেন তিনি। চিত্রগ্রাহক-পরিচালক সন্তোষ শিবন ও পরিচালক শিবনের ভাই তিনি। রেখে গিয়েছেন স্ত্রী জয়শ্রী এবং দুই সন্তান সঞ্জনা ও শান্তনুকে।
আরও পড়ুন: রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রথমবার হাজির ডাঃ নেনে, বরের সঙ্গে রোম্যান্টিক মেজাজে মাধুরী
সঙ্গীত শিবনের কেরিয়ার
সঙ্গীত শিবন কেরলের তিরুবনন্তপুরমের বাসিন্দা। ১৯৮৯ সালে আমির খান অভিনীত ‘রাখ’ ছবির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল ১৯৯০ সালে মালয়ালম রঘুবরণ অভিনীত ‘ব্যোহাম’। পরে তিনি মোহনলালের ‘যোধা’, ‘গন্ধর্বম’ ‘নির্ণয়ম’-এর মতো ব্লকবাস্টার ছবি পরিচালনা করেছেন তিনি। মালয়ালম ছাড়াও 'জোর', 'কেয়া কুল হ্যায় হাম', 'আপনা স্বপ্না মানি মানি', 'ইয়ামলা পাগলা দিওয়ানা ২'-এর মতো হিন্দি ছবিও তিনি পরিচালনা করেছেন। তাঁর শেষ পরিচালনা ছিল ২০১৯ সালে কালকি কোয়েচলিন এবং ভূমিকা চাওলা অভিনীত ওয়েব সিরিজ ‘ভ্রম’। শ্রেয়স তালপাড়ে এবং তুষার কাপুরের সঙ্গে তাঁর পরবর্তী ছবি হতে চলেছিল ‘কাপকাপী’, যেটা কিনা এই বছরের মার্চ মাসে ঘোষণা করা হয়।