সোশ্যাল মিডিয়ায় দিদি নম্বর ১-এর একটি পুরনো এপিসোড খুব ভাইরাল। যদিও তা বছর তিন আগের। যেখানে দেখা যাচ্ছে, টলিউডের একগুচ্ছ সেলেব্রিটি দম্পতি ভাগ নিয়েছেন এই রিয়েলিটি শো-তে। যেখানে দেখা মিলল কাঞ্চন মল্লিক ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। তখনও তাঁরা ছিলেন স্বামী-স্ত্রী।
সেখানেই কাঞ্চনকে বলতে শোনা গেল, ‘ভূতের পর, সবচেয়ে ভয় আমি তোমাকে পাই…’! এই ‘তুমি’ আর কেউ নন, তাঁর ছেলে ওশের মা, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি। এখানেই পিঙ্কি রচনার কাছে অভিযোগ করেন যে, লকডাউনের ৭ মাস বউ-বাচ্চার থেকে আলাদা ছিলেন কাঞ্চন। মাঝে মাঝে দেখা করতে গেলেও নাকি, রাতে থাকেননি কাঞ্চন।
এখানেই শেষ নয়, পিঙ্কিকে আরও বলতে শোনা যায় যে, ‘আমি জানি না, ও আমাকে ভালোবাসে…’! তাতে রচনা বলেন, ‘মানে আর যাই হোক, কাঞ্চন তোকে ভালোবাসে তাই তো?’ রচনার কথার মাঝেই পিঙ্কি বলে ওঠেন, ‘না সেটাই তো বলছি। আমার ছেলের বয়স ৮ বছর হয়ে গেল। এখনও বুঝি না, ও আদৌ আমাকে ভালোবাসে কি না।’
আরও পড়ুন: এবার অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি! ‘কেয়ার অফ এ জার্নি’ ছবির নায়িকা কে?
আর কাঞ্চনের স্বগোক্তি ছিল, ‘পিঙ্কি বলে, বিয়ের পর ৯ বছর আমার সঙ্গে থেকেছে, আমি বিয়ের যোগ্যই না…’
ভাইরাল এই ভিডিয়োতে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাবা রে, বিয়ের যোগ্য না হয়েও, তিনবার বিয়ে হয়ে গেল।’ আরেকজন লেখেন, ‘ওই কারণেই দাদার ৩খানা বউ…’!
আরও পড়ুন: রীতেশের ছবির শ্যুটিং করতে গিয়ে কোরিওগ্রাফারের নদীর জলে ডুবে মৃত্যু! দু'দিন পর মিলল দেহ
২০২৪ সালে ৫৩ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাঞ্চন মল্লিক। গত বছর জানুয়ারি মাসে, পিঙ্কির সঙ্গে ডিভোর্স হয়। খোরপোশে বউ ও বাচ্চাকে অভিনেতা-তৃণমূল বিধায়ক দেন ৫৪ লাখ টাকা। যদিও পিঙ্কি, কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্কে থাকার অভিযোগ এনেছিলেন ২০২১ সাল নাগাদই। এই নিয়ে সেই সময় বিশাল ঝামেলাও হয়।
পিঙ্কিকে জানুয়ারিতে ডিভোর্স দিতে না দিতেই, ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে করেন কাঞ্চন ও শ্রীময়ী। মার্চে হয় সামাজিক বিয়ে। আর বিয়ের আট মাস হতে না হতেই, মা হন শ্রীময়ী। জন্ম হয় কন্যা কৃষভির।
তবে পিঙ্কি ছিলেন কাঞ্চনের ২য় স্ত্রী। অভিনেতার প্রথম বিয়ে ছিল টেলি-অভিনেত্রী অনিন্দিতা দাস। যাকে বর্তমনে আনন্দী ধারাবাহিকে দেখা যাচ্ছে।