হায়দরাবাদে গিয়ে বিপদে পড়লেন এক বলিউড অভিনেত্রী। জানা যাচ্ছে, একটি দোকানের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। জানা যাচ্ছে, হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় মাসাব ট্যাঙ্কের হোটেলে উঠেছিলেন অভিনেত্রী। তিনি সেখানেই ডাকাতদের হামলার মুখে পড়েন বলে খবর। জানা যাচ্ছে, মধ্যরাতে অজ্ঞাতপরিচয় কয়েক জন দুষ্কৃতী ঢুকে পড়ে অভিনেত্রীর ঘরে। তাঁদের মধ্যে দু’জন মহিলা ছিলেন বলে অভিনেত্রীর দাবি।
ইতিমধ্যেই ঘটনার বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলিউড ও হিন্দি টেলিভিশনে কাজ করা ওই অভিনেত্রী। জানা যাচ্ছে, ১৭ মার্চ এক মহিলা বন্ধু তাঁকে হায়দরাবাদে একটি দোকানের উদ্বোধনে আমন্ত্রণ জানিয়েছিলেন। বন্ধুটি তাঁকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাঁর বিমানের খরচ এবং পারিশ্রমিক বহন করবেন।এরপর, অভিনেত্রী ১৮ তারিখে হায়দ্রাবাদে পৌঁছান। হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় মাসাব ট্যাঙ্কের হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়।
অভিনেত্রীর অভিযোগ, ২১ মার্চ রাত ৯টার দিকে, দুই মহিলা হোটেলে অভিনেত্রীর কাছে যান এবং তাঁকে অনৈতিক কাজের জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পরে সেই রাত ১১টার দিকে, তিনজন পুরুষও ঢুকে পড়েন। তাঁরা তাঁকে তাঁদের সঙ্গে সময় কাটানোর জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। অভিনেত্রী অস্বীকার করলে তাঁকে হেনস্থা করা হয় বলে দাবি। তাঁর হাতপা বেঁধে টাকা পয়সা, সোনার গয়না হাতিয়ে নেওয়া হয়। অভিনেত্রী চিৎকার করে পুলিশে জানানোর হুমকি দিলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে তাঁর ব্যাগ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। অভিনেত্রী ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেন।