দাদাগিরির মঞ্চ কাঁপাতে এসেছিলেন জি বাংলার নতুন মেগা মিঠিঝোরার কলাকুশলীরা। মাত্র কয়েকদিন হয়েছে এই ধারাবাহিক শুরু হয়েছে। ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই মেগা। দাদাগিরির মঞ্চে এদিন তাঁদের সৌরভের সঙ্গে খেলার পাশাপাশি একাধিক প্রশ্ন জিজ্ঞেস করতেও দেখা যায়। কথায় কথায় তিনিও তাঁর কেরিয়ার থেকে শুরু করে পছন্দের ক্রিকেটারের কথা ভাগ করে নিলেন।
দাদাগিরিতে বেফাঁস সৌরভ
দাদাগিরির মঞ্চে এদিন মিঠিঝোরা ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে খেলতে গিয়ে একাধিক অজানা তথ্য জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তাঁকে জিজ্ঞেস করা হয় 'তোমার পছন্দের ওপেনিং পার্টনার কে? সচিন নাকি সেহওয়াগ?' উত্তরে সৌরভ বিন্দুমাত্র না ভেবেই বলেন, 'সচিন।' এটা শুনেই সেই অভিনেতা বলেন, 'সচিনের প্রতি একটু বায়াসড তাই না?' উত্তর তিনি জানান, 'না ঠিক বায়াসড নই। সেহওয়াগ ভীষণ গুণী, খুব ভালো ক্রিকেটার। কিন্তু সচিন হল মারাদোনা।'
আরও পড়ুন: হামাস হামলায় গাজায় গুরুতর আহত ফাউদা খ্যাত অভিনেতা ইদান আমেদি, এখন কেমন আছেন?
এটা শুনে সকলেই খলখলিয়ে হেসে ওঠেন। বাদ যান না সৌরভ নিজেও। তিনি কিছুদিন আগেও তাঁর এবং সচিনের ইনিংসের বিষয়ে অজানা তথ্য প্রকাশ্যে এনেছিলেন। কিছুদিন আগে দাদাগিরিতে খেলতে এসেছিলেন প্রধান ছবির একাধিক কলাকুশলীরা। সেখানেই এই ছবির অন্যতম অভিনেতা দেবাশিস মণ্ডল এসেই দাদাকে গুগলি ছুঁড়ে দেন। জিজ্ঞেস করেন, 'যখন টানটান ম্যাচ হতো, ৬ বলে ৮ রান দরকার, এমন উত্তেজনাপূর্ণ সময় তুমি বা সচিন একটা চার বা ছয় মেরে যখন মাঠের মাঝে গিয়ে আলোচনা করতে তখন কী কথা বলতে?'
আরও পড়ুন: 'দেশের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না' মলদ্বীপ বিতর্কে মুখ খুললেন অমিতাভ, লাক্ষাদ্বীপের প্রচারে বললেন কী?
এটা শুনে সৌরভ বলেন, 'মাঠে তো বেশি সময় পাওয়া যেত না। ওই ৩০ সেকেন্ড মতো। তখন কে বল করছে, কোন বল টার্গেট করবে এসব নিয়ে কথা হতো। তারপরে শেষে সচিন বাংলায় বলত আমরা করে দেব ৮ রান।' এরপর তিনি আরও বলেন, '৯৬ সালে যখন আমি প্রথম ব্যাট করতে নামি তখন সচিন ছিল। প্রথম টেস্ট, খুব নার্ভাস ছিলাম। আমায় বলল তোমার সঙ্গে খালি বাংলায় কথা বলল, যাতে আমার খারাপ বাংলা শুনে তুমি বিরক্ত হয়ে হেসে দাও। তারপর থেকে যখনই একসঙ্গে ব্যাট করেছি ইনিংসের শুরু বা শেষে এই প্রথা চলে এসেছে।' সৌরভের কথায় সবাই হেসে ওঠেন।
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।