সদ্যই জন্মদিন গেল দেবের। ৪২ বছরে পা দিলেন খাদান খ্যাত তারকা। আর এদিন তাঁর পরিবার, নিকট বন্ধু, ভক্তরা ছাড়াও বহু কলিগ শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি। আর তাঁরই শুভেচ্ছা উত্তরে এদিন দেব জানালেন তাঁর কাছে উক্ত প্রযোজনা সংস্থার অর্থ কী!
মহেন্দ্র সোনি এবং SVF এর জন্য কী লিখলেন দেব?
২৫ ডিসেম্বর দেবের জন্মদিন উপলক্ষ্যে চ্যালেঞ্জ ছবিটি থেকে অভিনেতার একটা ছবি পোস্ট করেন প্রযোজক মহেন্দ্র সোনি। আর সেই ছবির তলায় তিনি লেখেন, 'কী মজা লাগে যখন আমাদের ভক্তরা আমাদের নিয়ে ট্রোল করে। কিন্তু একই সঙ্গে গর্ব হয় তোমার সবথেকে বড় চিয়ারলিডার হিসেবে সেই দিন থেকেই যখন তুমি প্রথম আমাদের ওয়াটার লুর অফিসে এসেছিলে। আমরা আমাদের সবটা দিয়ে তোমার উপর বাজি ধরেছিলাম। আর কী দারুণ একটা সফর ছিল। খাদান থেকে শুরু করে তুমি যা যা অর্জন করেছে অভিনয়, রাজনীতি এবং পারিবারিক জীবনকে ব্যালেন্স করে সেটা প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে। আরও অনেক মাইলস্টোন ছুঁয়ে ফেল তুমি। আরও দারুণ সব গল্প উপহার দাও।'
এই পোস্টের জবাবে দেব সেটাকে রিটুইট করে লেখেন, 'অনেক ভালোবাসা নিও মনিদা। আমি অকপটে একটা জিনিস স্বীকার করতে পারি, আমার কাছে SVF এর অর্থ মনিদা এবং মামাজি। এক্সে এতটুকুই, ব্যাস। বাকিটা হোয়াটসঅ্যাপ করো আমায়।'
কেবল মহেন্দ্র সোনি নন, তাঁর প্রযোজনা সংস্থা SVF এর তরফেও এদিন দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা জানানো হয়েছে তবে নতুন ছবি খাদানের জন্যও। সেই পোস্টে লেখা হয়, 'আমরা জানি তুমি সবসময়ই একজন সুপারস্টার ছিলে। এবার খাদানের সঙ্গে বাণিজ্যিক ছবির সেই ম্যাজিক ফিরে এসেছে। শুভ জন্মদিন দেব। খাদান ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানাই। আমরা তোমায় ভালোবাসি, টিম SVF।'