কিলবিল সোসাইটি ছবিটি যে বর্তমানে বক্স অফিসে রীতিমত ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়। যদিও বিগত কয়েকদিনে অনেকটাই কমেছে ছবির আয়। তবুও ২ কোটির গণ্ডি পেরিয়ে গেল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি।
আরও পড়ুন: বিয়ের দেড় বছরের মধ্যেই সুখবর! মা হচ্ছেন ‘আলমজেব’? কবে প্রথম সন্তান আসছে শরমিন-আমনের?
আরও পড়ুন: কোনও মতে ধুঁকতে ধুঁকতে ৮০ কোটির গণ্ডি পার জাট-এর, বক্স অফিস জুড়ে দাপট কেশরী ২-র! কার আয় কত?
কিলবিল সোসাইটি ছবির বক্স অফিস কালেকশন
মাত্র ১৩ দিনেই ২ কোটির গণ্ডি টপকে গেল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি কিলবিল সোসাইটি। এমনটাই ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে। যদিও তাঁরা জানিয়েছেন বিগত কিছু দিনে ছবির আয় বেশ অনেকটাই কমেছে, তবুও এই মাইলফলক ছুঁয়ে ফেলল ছবিটি।
কিলবিল সোসাইটি ছবিটি বুধবার ৪ কোটি ৬০ লাখ টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। ফলে বুধারের আয়ের পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ টাকায়।
দ্বিতীয় সপ্তাহে শুক্রবারে বক্স অফিসে কিলবিল সোসাইটি ১১ লাখ ২৯ হাজার টাকার ব্যবসা করেছে। শনিবার সেটা বেড়ে হয় ১২ লাখ ৪৮ হাজার। রবিবার সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়ে ছিল ১৪ লাখ ৮৩ হাজারে। যদিও সোমবার আসতেই আয়ের পরিমাণে পতন হয়। এদিন মাত্র ৬ লাখ ৮৫ হাজার টাকা আয় করেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। মঙ্গলবার সেই আয়ের পরিমাণ ছিল ৫ লাখ ৩৪ হাজার টাকা।
অন্যদিকে ১০ দিনে পুরাতন ছবিটি বক্স অফিসে ৮৩ লাখ ৪১ হাজার টাকার আশেপাশে। ফলে এখান থেকেই স্পষ্ট কিলবিল সোসাইটির থেকে পুরাতন ছবিটি বক্স অফিস ব্যবসার নিরিখে অনেকটাই পিছিয়ে আছে।
কিলবিল সোসাইটি ছবিটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।
আরও পড়ুন: 'দেশের আত্মার দগদগে ক্ষত' পহেলগাঁওয়ের হামলা! ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন অরিজিৎ-শ্রেয়া, 'লজ্জিত' সেলিম
পুরাতন ছবিটি প্রসঙ্গে
পুরাতন ছবিটি পরিচালনা করেছেন সুমন ঘোষ। মুখ্য ভূমিকায় আছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।