ফের একবার চর্চায় মমতা শঙ্কর। আলোচনায় তাঁর মন্তব্য। ৮ মার্চ, শনিবার নারীদিবসের ঠিক আগে আগেই এক সাক্ষাৎকারে মহিলাদের আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে কথা বলেছিলেন এই কিংবদন্তি শিল্পী। মহিলারা যে কু-প্রস্তাব পান, সেবিষয়ে নিজস্ব মতামত জানিয়েছেন তিনি। তাঁর কথায় মহিলাদের নিজেদেরই নিজের আত্মসম্মান ধরে রাখতে হবে। আর মমতা শঙ্করের এই মন্তব্যের পরেই তাঁর কথা ঘিরে বিতর্ক তৈরি হয়। অনেকেই শিল্পীর এই কথার সঙ্গে সহমত হতে পারেননি।
এদিকে মমতা শঙ্করের এই মন্তব্যের পরপরই ফেসবুকের পাতায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, ‘উনি শঙ্কর প্রজাতির শিল্পী'। নিজের এই মন্তব্যের সঙ্গে জুড়ে দেন ভাবুক ইমোজি। এখন প্রশ্ন, তবে কি নৃত্যশিল্পী, অভিনেত্রী মমতা শঙ্করের মন্তব্যকে কটাক্ষ করেই একথা লিখেছেন ঋত্বিক? যদিও নিজের পোস্টে সরাসরি মমতা শঙ্করের নাম নেননি ঋত্বিক চক্রবর্তী।
আরও পড়ুন-সক্কাল বেলা উঠেই ময়দানে, ঘোড়সওয়ারি সুপারস্টার, শেখার ফাঁকে অবলা প্রাণীকে আদরও করলেন দেব
আরও পড়ুন-বাংলা মিউজিক ভিডিয়োতে গান গাইলেন জ্যাকলিন, নারী দিবসেই মুক্তি পেল 'আমি কাফি'