রাজ ঠাকরের দীপোৎসব অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর্ষীয়ান কবি এবং গীতিকার জাভেদ আখতার। সেখানে গিয়েই তাঁকে রাম এবং সীতাকে নিয়ে কথা বলতে দেখা গেল। এখানে জাভেদ আখতার জানান যে রাম সীতা কেবল হিন্দু দেব দেবী নন, বরং তাঁরা ভারতীয় সংস্কৃতির অংশ।
রাম সীতাকে নিয়ে কী বলেছেন জাভেদ আখতার?
জাভেদ আখতার নিজেকে নাস্তিক বলেই দাবি করেন। এদিন তিনি সেই কথা আরও একবার মনে করিয়ে বলেন, 'আমি যদিও নাস্তিক কিন্তু আমি তবুও রাম এবং সীতাকে ভারতের সম্পদ বলে মনে করি।' তিনি জানান এই কারণেই তিনি এই দীপোৎসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জাভেদ আখতারের মতে রামায়ণ আমাদের সংস্কৃতির সম্পদ।
এই বর্ষীয়ান কবি এদিনের অনুষ্ঠানে আরও জানান যে তিনি গর্বিত রাম সীতার দেশে জন্মাতে পেরে। তাঁর মতে মর্যাদা পুরুষোত্তম কথাটি উচ্চারিত হলে সবার আগে রামের কথাই তাঁর মনে আসে। এদিন তিনি তাঁর কথার মাঝে সকলকে জয় সিয়া রাম ধ্বনি দিতেও বলেন।
আরও পড়ুন: টিআরপি কমতেই অনুরাগের ছোঁয়ায় বড় চমক! সূর্য সরে দীপার জীবনে এন্ট্রি নিচ্ছেন কে?
আরও পড়ুন: শেষ প্রধানের শুটিং, দেবের সঙ্গে আদুরে ছবি দিয়ে বিশেষ বার্তা 'মিঠাই' সৌমিতৃষার