সদ্যই পরবর্তী প্রজেক্ট ঘোষণা করেছেন কার্তিক আরিয়ান। আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন ছবি নাগজিলা। প্রকাশ্যে আনা হয়েছে সেই ছবির প্রথম পোস্টারও। কিন্তু ছবি ঘোষণার দিন পার হতে না হতেই কটাক্ষের মুখে! কিন্তু কেন?
আরও পড়ুন: 'বৌঠান'কে ভুলে অন্য নারীর সঙ্গে জন্মদিন পালন! এবার কি তবে দূরত্ব বাড়বে স্বতন্ত্র-কমলিনীর?
কী ঘটেছে?
নাগজিলা ছবিতে একজন ইচ্ছেধারী নাগ হয়ে বড় পর্দায় ধরা দেবেন কার্তিক আরিয়ান। সদ্যই সেই ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। কিন্তু নেটপাড়া কিছুদিনের মধ্যেই ধরে ফেলল যে এই পোস্টারটি রীতিমত 'ফাঁকিবাজি' করে বানানো হয়েছে! কার্তিক আরিয়ানের একটি পুরনো ছবি যা তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেটাকে ব্যবহার করেই এই নাগজিলার পোস্টার বানানো হয়েছে বলে দাবি নেটপাড়ার। সেটা থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন পোস্টারের অথেনসিটি নিয়ে।
এদিন এক রেডইট ব্যবহারকারী কার্তিক আরিয়ানের একটি পুরনো ছবি যা তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সেটাকে পোস্ট করেন। আর সেখানেই তিনি দেখান সেই ছবির সঙ্গে নাগজিলা ছবির পোস্টারের কতটা মিল আছে। তিনি এই ছবির ক্যাপশনে লেখেন, 'তবে ধর্মা (ধর্মা প্রোডাকশন) কার্তিকের পুরনো ইনস্টাগ্রাম পোস্ট ব্যবহার করল নিজেদের ছবির পোস্টারের জন্য! করণ জোহরের টিম তবে একবারেই পরিশ্রম করা ছেড়ে দিয়েছে।'
কেউ আবার প্রশ্ন তুলেছেন, 'এই ডিজাইন ইন্ডাস্ট্রি থেকে কবে AI এর মহামারী দূর হবে? এখন সব ছবির পোস্টার একই রকম দেখতে লাগে। আর সবটাই অতিরিক্ত AI ব্যবহারের ফলে।' এই পোস্টে একজন লেখেন, 'যতসব ফাঁকিবাজি কারবার!' কেউ আবার লেখেন, 'নিজেদের এই ছবি ঘোষণায় এত তাড়া ছিল যে আলাদা করে শ্যুট করার সময়ও পায়নি? ২০২৫ এ দাঁড়িয়ে ভিজ্যুয়াল এবং পোস্টার দুই অত্যন্ত জঘন্য। নামটাও একদম বিশ্রী।'
নাগজিলা প্রসঙ্গে
নাগজিলা ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন কার্তিক আরিয়ান। যদিও তাঁর বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে কাকে দেখা যাবে জানা যায়নি। ২০২৬ সালের নাগ পঞ্চমীর দিন মুক্তি পাবে নাগজিলা। ছবিটির প্রযোজনা করছেন করণ জোহর, মহাবীর জৈন, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সুজিত জৈন এবং মৃগদীপ সিং লাম্বা। নাম দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেধারী নাগ, ফ্যান্টাসি দুনিয়া, গল্প কথা মিশিয়ে এই ছবিটি তৈরি হবে।