ঠিক যেন ছোট্ট একটা পরী। গায়ে সাদা রঙের পোশাক। মাথায় ওড়না। কোনও ফ্যান্সি ড্রেন্স কম্পিটিশন বা কোনও নাচের অনুষ্ঠানের জন্য সেজেছে কোনও ছোট্ট একটি মেয়ে। ডল পুতুলের মতো সুন্দর আর মিষ্টি দেখাচ্ছে। তবে এই কন্যে বড় হয়েও কিন্তু এরকমই সুন্দরী। ঝড় তুলতে পারেন পুরুষ হৃদয়ে। তিনি বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা।
চলুন আপনাদের সঙ্গে কিছু ক্লু শেয়ার করে নেওয়া যাক! সবে এই নায়িকার একটি বাংলা ধারাবাহিক শেষ হয়েছে। নাগিনের নকল করে বাংলা বানানো হয়েছিল সিরিয়ালটি। আশা ছিল, হিন্দির মতো বুঝি বাংলাতেও খুব করে ভালোবাসা পাবে। যদিও তা হয়নি। তারওপর এই সিরিয়ালের নায়ক মাঝপথে কাজ ছেড়ে দেন।
বুঝে গেলেন নিশ্চয়ই কোন সিরিয়ালের কথা হচ্ছে? সেই সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন এই নায়িকা। মানে নাগিন হয়েছিলেন। ঠিকই বুঝেছেন সিরিয়ালের নাম পঞ্চমী। আর সেই নায়িকার নাম সুস্মিতা দে। আরও পড়ুন: বিদেশে রাজকীয় হানিমুন সুদীপ্তার! নতুন বউকে কোথায় নিয়ে গেলেন তৃণমূল নেতা সৌম্য?
সুস্মিতা ছবিখানা শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘সেই দিনটার স্বপ্ন দেখুন, যখন স্বপ্ন সত্যি হবে। রাধে রাধে।’
সুস্মিতার ছবিখানা দেখে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগীরা। একজন কমেন্টে লিখলেন, ‘কী মিষ্টি কী মিষ্টি!’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘ছোটবেলার আরও ছবি দিও দিদি তুমি। দেখব।’ আরও পড়ুন: ভালোবাসার চুম্বন, মাখামাখি আদরে! শুভশ্রী কি তবে ‘বোনুয়া’ পাতালেন মৌনির সঙ্গে?