২০২৪-এই সুমিত আরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। অতি সম্প্রতি বাগদানও সেরে ফেলেছেন তাঁরা। এবার শুধু এই প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে আপাতত সুমিতের প্রেমেই বুঁদ হয়ে রয়েছেন ঋতাভরী। বিমানবন্দরে দাঁড়িয়ে সেই প্রেমেরই একটুকরো ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরী ও সুমিতের এই প্রেম যেন খানিকটা সিনেমার মতোই, অন্তত অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়ো অন্তত তেমনটাই বলছে। কী আছে এই ভিডিয়োতে?
ইনস্টাগ্রামে উঠে আসা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিমানবন্দরে একে অপরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরেন দুজনে। একে অপরকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে থাকেন তাঁরা। এই ভিডিয়ো পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘বিমানবন্দরের প্রতিটি আলিঙ্গন দীর্ঘ! আমরা যত বেশি দূরে থাকি ততবেশি দীর্ঘ হয় এই আলিঙ্গন। দীর্ঘ দূরত্ব ভয়ঙ্কর। কিন্তু যদি আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান। তবে প্রতিবারের মূল্য যেন...৬ বছর (অর্থাৎ প্রতিবারই মনে হয় যেন দীর্ঘ ৬ বছর পর দেখা হচ্ছে)। আমরা একসঙ্গে ছিলাম বা আমরা আলাদা ছিলাম, সবসময়ই অনুভূতি একই রকম। যখন আমরা একে অপরকে দেখি তখন একই রকম উত্তেজনা হয়।’