যত দিন এগোচ্ছে ততই যেন জমে উঠছে এবারের বাংলার সারেগামাপা। চলতি সপ্তাহে এই রিয়েলিটি শোতে বালা সুব্রহ্মণ্যমের বিশেষ পর্ব সম্প্রচারিত হল। সেখানেই দিবাকরের পারফরমেন্সে যারপরনাই বিরক্ত বিচারকরা। ইন্দ্রদীপ দাশগুপ্ত তো তাঁকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন।
আরও পড়ুন: খাদান জ্বরে থরহরি কাঁপছে বাংলা! প্রথম দিনেই ঘরে কত তুলল দেবের ছবি?
আরও পড়ুন: তিনতলা কেক কেটে বিয়ের ২৫ বছর উদযাপন! টোটা-শর্মিলীর রৌপ্যজয়ন্তী বিবাহবার্ষিকীতে এলেন কারা?
কী ঘটেছে সারেগামাপাতে?
গত ২১ ডিসেম্বর, শনিবার সারেগামাপাতে বালা সুব্রহ্মণ্যমের বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। সেখানে শোয়ের একেবারে শেষে জুটি বেঁধে পারফর্ম করেন অঙ্কনা এবং দিবাকর। তাঁরা দুজন মিলে ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি থেকে তু চল ম্যায় আয়ি গানটি পারফর্ম করেন। গান গাওয়ার পাশাপাশি তাঁরা এক্সপ্রেশনও দেন, নাচেনও জমিয়ে। কিন্তু তাঁদের পারফরমেন্স মোটেই মনে ধরেনি বিচারকদের। কৌশিকী চক্রবর্তী থেকে শুরু করে অন্তরা মিত্র, জোজো সহ সকলেই যে না খুশ তাঁদের পারফরমেন্সে সেটা বুঝিয়ে দেন।
এদিন জোজো বলেন, 'তোরা যে মঞ্চে খুনসুটি করছিলি, একে অন্যের সঙ্গে মজা করে গান গাইছিলি সেটা ভালো লেগেছে। কিন্তু তোরা এর থেকে আরও অনেক ভালো গাস। গাইতে পারিস বলেই আমার বিশ্বাস। আগামীতে আরও ভালো হবে।' অন্তরা মিত্র জানিয়ে দেন এখন প্রতিযোগিতা এমন জায়গায় চলে গিয়েছে যেখানে ২৮, ২৯ পেয়েও প্রতিযোগীরা ডেঞ্জার জোনে যাচ্ছে। সেখানে আরও ভালো করতে হবে। কৌশিকী তো সাফ সাফ জানিয়েই দেন এই পারফরমেন্সে তিনি 'ডিসঅ্যাপয়েন্টেড'।
তবে সবার শেষে মতামত জানালেও, দিবাকরকে রীতিমত হুঁশিয়ারি দেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি অঙ্কনার উদ্দেশ্যে প্রথমে জানান যে তার নার্ভ আগের থেকে অনেক স্ট্রং হয়েছে। তবে দিবাকরকে উদ্দেশ্য করে বলেন, 'তৎপর হও। নইলে এখানে বেশিদিন আর টিকতে পারবে না।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।