কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় কয়েকদিন ধরেই হইচই পড়ে গিয়েছে। তবে ঘটনা ঘিরে বলিউড কেন নিরব? প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা নিজেই। তবে এবার কঙ্গনাকে চড় মারার ঘটনায় মুখ খুললেন অভিনেতা অনুপম খের, শাবানা আজমি, শেখর সুমন ও তাঁর ছেলে অধ্যয়ন সুমন-সহ একাধিক বলিউড তারকা।
কী বলছেন শাবানা আজমি, অনুপম খের?
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল X-(টুইটার) শাবানা আজমি লেখেন, ‘কঙ্গনা রানাওয়াতের জন্য আমার আলাগা করে কোনও ভালোবাসা নেই। কিন্তু থাপ্পড় মারার বিষয়টি ঠিক সমর্থন করতে পারলাম না। নিরাপত্তারক্ষীই যদি নিজের হাতে আইন তুলে নিতে শুরু করে তাহলে তো আমরা কেউই নিরাপদ থাকতে পারব না।’
অনুপম খের বলেন, ‘মুঝে বারা আফসোস হুয়া। এক মহিলা কে সাথ এক মহিলা কে দ্বারা জো আপনে পজিশন কা ফায়েদা উঠাকর ইস তরহা কি হরকাত কি, বিলকুল গলত হ্যায়। ইস্কি কানুনি করওয়াই হোনি চাহিয়ে। উনকা কোইভি রোশ হ্যায়, ম্যায় ইয়ে নেহি কেহ রহা হুঁ কে ইনকা রোশ নেহি হো সকতা জিসনে আয়েসা কিয়া, কিন্তু ইয়ে আপনে আউধে কা ইয়া পজিশন কা ফায়েদা উঠাকর নেহি করনা চাহিয়ে।’ অর্থাৎ অনুপমের কথার বাংলা করলে দাঁড়ায়, ‘একজন মহিলা হয়ে কীভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করে আরেকজন মহিলাকে চড় মারতে পারেন! এটা অন্যায়, এটার আইনি পথে তদন্ত করা উচিত। কারোর কোনও বিষয়ে অভিযোগ থাকতেই পারে, তবে ক্ষমতার সুযোগ নিয়ে এটা করা উচিত নয়।’
আরও পড়ুন-'কঙ্গনাকে যিনি চড় কষিয়েছেন, সেই CISF জওয়ানকে আমি চাকরি দেব', একী বললেন বিশাল দাদলানি!