বারবার চর্চায় থেকেছেন পরীমনি। এবং অধিকাংশ সময়ই তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। বাংলাদেশের অন্যতম বিতর্কিত এই নায়িকার নামে সম্প্রতি তিন বছর পুরনো এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সদ্যই সেই কেসে জামিন পেয়েছেন তিনি। আর এক্ষেত্রে তাঁকে জামিন পেতে সাহায্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তথা ইউটিউবার শেখ সাদী। এবার সেই গায়ক কী জানালেন?
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
আরও পড়ুন: স্কাই ফোর্সের ঝড়ো ব্যাটিং অব্যাহত! ৭ দিনে কত আয় করল অক্ষয়ের ছবি? কী হাল কঙ্গনার ইমারজেন্সির?
কী জানিয়েছেন শেখ সাদী?
বছর ছয়েক আগে ললনা নামক একটি গান প্রকাশ্যে আনেন শেখ সাদী। সেই গানের হাত ধরেই পরিচিতি পান তিনি। এরপর তিনি নিয়মিত তাঁর ইউটিউব চ্যানেলে একের পর এক গান প্রকাশ্যে এনেছেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন গান কুফা। আর সেই গানের প্রশংসা করেছেন, শুভ কামনা জানিয়েছেন পরীমনি। আর তারপরই শেখ সাদী একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগে পরীমনিকে জামিনে ছাড়ানোর পর এবার তাঁর গানের প্রশংসা অভিনেত্রীর মুখে শুনে অনেকেই চর্চা শুরু করেছেন। কিন্তু শেখ সাদীর দাবি এসব খবর, চর্চা সবটাই ভুল। তিনি অস্বস্তিতে পড়ছেন এটার কারণে।
শেখ সাদী এদিন তাঁর এই ভিডিয়োতে বলেন, 'সাংবাদিকদের অনুরোধ করব নিজেদের মনগড়া খবর বানাবেন না। আমি এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটা নিয়ে জোর করে ইস্যু তৈরি করবেন না।' তিনি এদিন আরও জানান তাঁর অনেক সাংবাদিকদের সঙ্গে ভালো পরিচয়, আলাপ আছে। তাঁদের সঙ্গে তিনি নানা বিষয়ে কথা বলেন, কিন্তু সেগুলোর ভুল ব্যাখ্যা করে উপস্থাপন করা ঠিক নয়।
শেখ সাদী এদিন আরও বলেন, 'যে যে কথাগুলো হচ্ছে তাতে আমি বিব্রতবোধ করছি। আপনারা এটা না করলেই আমার ভালো হবেন দেশে আরও অনেক গুরুত্বপূর্ণ গঠন ঘটছে, নিউজ করলে সেসব নিয়ে করা উচিত।'
আরও পড়ুন: মহাকুম্ভের ভাইরাল কন্যে এবার বলিউডে! কোন ছবির মাধ্যমে বি-টাউনে অভিষেক হচ্ছে মোনালিসার?
পরীমনির সঙ্গে তাঁর আলাপ কীভাবে সেই বিষয়ে এদিন শেখ সাদী জানান তাঁরা একই ফিল্ডে কাজ করেন, সেই সূত্রেই আলাপ তাঁদের। আগে থেকেই পরিচয় ছিল তাঁদের, মাঝে মধ্যে তাঁদের দেখা এবং কথাবার্তা হয় বলেও জানান তিনি। তবে এটা চর্চার বিষয় নয় বলেই অভিমত তাঁর।