সদ্যই বড়দিনের ছুটির ঠিক মুখে মুক্তি পেয়েছে ৪টি বাংলা ছবি। আর এই চারটি ছবির অন্যতম দুই ছবি হল খাদান এবং সন্তান। বক্স অফিসে টক্করের পাশাপাশি কখনও রাজ এবং দেবের তরজা তো কখনও আবার ঋত্বিক চক্রবর্তীর দেবের অনুরাগীদের নিয়ে খোঁচা দেখা গিয়েছে। কিন্তু সেসব এখন অতীত। সব ভুলে খাদানের প্রশংসায় পঞ্চমুখ SVF, অর্থাৎ সন্তান ছবিটির প্রযোজনা সংস্থা।
খাদানকে নিয়ে কী লিখল SVF?
গত ২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। ৪২ বছরে পা দিলেন টলিউড সুপারস্টার। তাঁর জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে SVF। এই বিষয়ে বলে রাখা ভালো, কেরিয়ারের শুরুর দিকে এই প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক ছবি করেছে। দেব। তবে এই শীতে দেবের ছবির মুখোমুখি হয়েছে তাঁদের ছবি সন্তান। কিন্তু বক্স অফিস টক্কর, ব্যবসা ভুলেই দেবের জন্মদিনের দিন খাদান ছবিটির প্রশংসা করতে দেখা গেল তাঁদের।
দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন SVF এর তরফে খাদানের জন্য লেখা হয়, 'আমরা জানি তুমি সবসময়ই একজন সুপারস্টার ছিলে। এবার খাদানের সঙ্গে বাণিজ্যিক ছবির সেই ম্যাজিক ফিরে এসেছে। শুভ জন্মদিন দেব। খাদান ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানাই। আমরা তোমায় ভালোবাসি, টিম SVF।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো দেব অভিনীত এবং সদ্য মুক্তি পাওয়া খাদান ছবিটির সহ প্রযোজনার দায়িত্ব সামলেছে সুরিন্দর ফিল্মস।
খাদান এবং সন্তান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে।
আরও পড়ুন: পারফরমেন্সের মাঝেই অরিজিৎকে তাক করে হুডি ছুঁড়ল ভক্ত! গান থামিয়ে এটা কী করলেন গায়ক?
আরও পড়ুন: 'অর্গানিক হিটের' গল্প নেই, বহুরূপী পেরিয়ে গেছিল টেক্কাকে, বছর শেষে মানলেন 'স্পোর্টিং' সৃজিত
একই দিনে মুক্তি পেয়েছে সন্তান ছবিটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে উঠে এসেছে বাবা ছেলের কথা। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অহনা দত্ত, অনসূয়া মজুমদার, প্রমুখ।