ছেলে বায়ুর জন্মের পর অনেকটাই বদলে গিয়েছে সোনম কাপুরের জীবন। জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন নায়িকা। সন্তানকে ঘিরেই তাঁর জীবন আবর্তিত হচ্ছে। সোনম জানিয়েছেন যে ছেলেই এখন তাঁর ফার্স্ট প্রায়োরিটি। নায়িকা জানিয়েছেন যে, তিনি বর্তমানে বেছে কাজ করছেন। এখন, তিনি এমন মানুষদের সঙ্গেই কাজ করতে চান যাঁরা সত্যি তাঁর কাজের কদর করেন। অভিনেত্রী এই সব মানুষদের সঙ্গে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
সম্প্রতি নয়া দিল্লিতে অনুষ্ঠিত 'ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫'-এ র্যাম্প হেঁটেছেন সোনম। এই র্যাম্পের মাধ্যমে দিয়ে প্রয়াত ফ্যাশন ডিজাইনার রোহিত বলকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন নায়িকা। সেখানেই হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন মাতৃত্ব কীভাবে তাঁর জীবনে পরিবর্তন এনেছেন। তাছাড়াও বেছে কাজ করার বিষয় নিয়েও অকপটে নানা কথা ভাগ করে নিয়েছেন নায়িকা।
আরও পড়ুন: জন্মদিনে ‘ডাইনি’ মিমিকে শুভেচ্ছা মহেন্দ্র সোনির! রক্তাক্ত মুখ, রনংদেহী মেজাজ বার্থ ডে গার্লের
সোনম কাপুরই ছিলেন এদিন সন্ধ্যার শোস্টপার। তিনি একটি ভারী কাজ করা আইভরি রঙের জ্যাকেটের সঙ্গে একটি সাদা গাউন পরেছিলেন, খোঁপায় বাঁধা চুলে লাল গোলাপ দিয়ে সেজে উঠেছিলেন নায়িকা। তবে র্যাম্পে হাঁটার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সোনম। রোহিত বলের স্মরণে তাঁকে কাঁদতেও দেখা গিয়েছে।
রোহিত বল প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমার জন্য, তিনি এমন একজন ছিলেন যাকে আমি সত্যিই মন থেকে ভালোবাসতাম। আমার মায়ের মাধ্যমে ওঁর সঙ্গে আমার পরিচয় হয়। কারণ তিনি আমার মাকে খুব ভালো করে চিনতেন। আজ আমি এখানে আসতে পেরে আনন্দিত। ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫ ভারতীয় পোশাকে ওঁর অবিশ্বাস্য অবদানকে উদযাপন করে একটা দুর্দান্ত কাজ করেছে।’
আরও পড়ুন: ‘বাবার বয়সী’ হৃতিকের সঙ্গে প্রেম নিয়ে চলে কটাক্ষ, কাজের কী দরকার, লেখা হল সাবাকে নিয়ে! এল চাঁচাছোলা জবাব
রোহিত বলের ডিজাইনগুলি কীভাবে তাঁকে প্রভাবিত করত? এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি আনারকলি পছন্দ করি। তিনি আমার জন্য একাধিক পোশাক ডিজাইন করেছেন সেই ধাঁচে। আমি মনে করি যে ভারতীয়রা ফ্যাশনকে যেভাবে দেখেন, ওঁর ভাবনাতেও তার প্রতিফলন ঘটত। আর সেটাই আমার স্টাইলকে বিরাট ভাবে প্রভাবিত করেছে।’