কত গান, সিনেমার সংলাপ বা চরিত্র আমাদের মনে ধরে যায়। আওড়াই সেগুলো, কিন্তু কতটাই বা জানতে পারি সেগুলোর নেপথ্যে থাকা গল্প? এই যেমন তুমি যাকে ভালোবাসো গানটার কথাই ধরুন না। প্রাক্তন ছবির গানটা মুক্তি পেতে না পেতেই দারুণ হিট করে। কিন্তু জানেন কি এই গানটা আদতে শিবপ্রসাদ নন্দিতার ছবিতে ব্যবহার হওয়ার কথাই ছিল না। কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে থাকার। তাহলে কী ঘটেছিল প্রকাশ্যে আনলেন খোদ সৃজিত।
আরও পড়ুন: শাড়ি থেকে চুমু বিতর্কে বেফাঁস মন্তব্য করে ট্রোলড, মমতা শঙ্কর বললেন, ‘মেয়ে হিসেবে একটা মান সম্মান…’
কী জানালেন সৃজিত?
সৃজিত মুখোপাধ্যায় সম্প্রতি সহজ কথা পডকাস্ট শোতে এসেছিলেন। সেখান তিনি তাঁর ছবির গান বা গানের প্রতি তাঁর ভালোবাসা নিয়ে কথা বলেন। আর সেই সময়ই তিনি প্রকাশ্যে আনেন তুমি যাকে ভালোবাসো গানটির নেপথ্যে থাকা আসল সত্যি।
এদিন সৃজিত মুখোপাধ্যায় বলেন, 'আমি খুব ফেয়ার ম্যান। আমার মনে আছে তুমি যাকে ভালোবাসো গানটা ব্লক করে রেখেছিলাম। বহুদিন ধরেই সেটা বলা ছিল। তখন আমি জুলফিকার বানাচ্ছি। পরিকল্পনা চলছে। একদিন অনুপম এসে আমায় বলল, এই শিবু দা এই গানটা চাইছে, খুব ভালো লেগেছে। আমি তখন বলি যে শিবু এই গান চাইছে, কিন্তু কী ছবির জন্য? তখন ও বলল প্রাক্তন। তো আমি ওকে বলি হ্যাঁ দিয়ে দে। সেটা শুনে অনুপম অবাক হয়েছিল খুব।'
আরও পড়ুন: '১৯৯২ সালে ওদের বিচ্ছেদ হয় তারপর...', মা বাবার ডিভোর্স কতটা প্রভাবিত করেছিল সৃজিতকে?
তিনি এদিন ব্যাখ্যা করে আরও বলেন, 'আমি বলেছিলাম আমায় যদি তুমি যাকে ভালোবাসো ব্যবহার করতে হয় তাহলে সেটা নুসরত, দেব আর বুম্বাদার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ত্রিভুজ প্রেমের আঙ্গিকে ব্যবহার করতে হবে। সেটার থেকে অনেক অনেক ভালো হবে যদি আমি বুম্বাদা, ঋতুর (ঋতুপর্ণা সেনগুপ্ত) প্রাক্তন ছবির ওই কনটেক্সটে ব্যবহার করা হয়। গানের কথাগুলো সেটাকে অনেক বেশি মানে দাঁড় করাবে।' সৃজিত পরিশেষে বলেন, 'আমি এখানে অনেক বেশি হিংসুটে হতেই পারতাম। কিন্তু সমস্যা হল সঙ্গীত ঈশ্বরের সবথেকে কাছের আর্টফর্ম তো। আমি এটা মনে করি। তাই, ওটা নিয়ে না হিংসুটে হওয়া যায় না বলেই আমি মনে করি।'