অপটিক্যাল ইলিউশন শুধু চোখের ধাঁধা নয়, একই সঙ্গে মস্তিষ্কের ধাঁধা। অনেক সময় এই অপটিক্যাল ইলিউশন মন মানসিকতা বোঝার কাজেও লাগে। সম্প্রতি তেমনই এক অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওই অপটিক্যাল ইলিউশনে দেখা যাচ্ছে, একটি পাতা ও একটি নারীর ছবি। কিন্তু পরস্পর দুটি এমনভাবে রয়েছে যেন পাতা দিয়ে নারীর ছবিটি তৈরি হয়েছে। এই অবস্থায় কে প্রথমে কোনটি দেখতে পাচ্ছে, তার উপর নির্ভর করছে কার মন মানসিকতা কেমন।
আরও পড়ুন - Optical Illusion: ছবিতে শুধুই বৃদ্ধ দেখছেন? আদতে কিন্তু একজন তরুণীও লুকিয়ে আছে! দেখুন তো খুঁজে পান কি না
যদি প্রথমে পাতা দেখতে পান
সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি করেছেন মিয়া ইলিন নামের এক ব্যক্তি। তাঁর মতে, যারা প্রথমে পাতাগুলো দেখতে পাবেন, তারা অন্যদের উচ্চাকাঙ্ক্ষী হিসেবে দেখেন। তারা বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখান। কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড সন্দেহবাতিক মনোভাব থাকে ওই ব্যক্তির। ফলে অনেক সময়ই এমন ব্যক্তি মনের আশা পূরণ করতে ব্যর্থ হন। এমনকি লক্ষ্য অর্জনেও ব্যর্থ হন এই ধরনের মানুষরা।
আরও পড়ুন - Optical Illusion: কচ্ছপের খোলেও লুকিয়ে কচ্ছপ! কটা রয়েছে বলতে পারবেন? সময় মাত্র ৫ সেকেন্ড
যদি প্রথমে মহিলাটিকে দেখতে পান
যারা প্রথমে মহিলাটিকে লক্ষ্য করেছেন, তারা আদতে রোজকার জীবনে নিজেদের উপর বেশ অসন্তুষ্ট বোধ করেন। মিয়া ইলিনের কথায়, ‘আপনি সারা দিন ক্লান্ত বোধ করেন এবং মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যা আপনাকে বিরক্ত করে তোলে’। এছাড়াও, আপনি যখন আরও সামাজিক মেলামেশা করতে চান, তখন অন্যদের সঙ্গে কথা বলতে অসুবিধা হয়। ফলে আপনাকে প্রায়ই অস্বস্তির শিকার হতে হয়। প্রায়ই আপনাকে সোশাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বেগের সঙ্গে লড়াই করতে হয়। সামাজিক জায়গায় মানিয়ে নিতেও অসুবিধা হয় প্রায়ই।