বিশ্বজুড়ে কোভিড ভ্যাক্সিন প্রাপ্তির আশা জোরদার হওয়ার জেরে বুধবার বড়সড় পতন ঘটল বাজারে সোনা-রুপোর দামে। এ দিন এমসিএক্স সূচকে ০.৬% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,৮১৫ টাকা। সূচকে ১.২% পতনের ফলে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৪,৪০৪ টাকা। মঙ্গলবার দিনের শেষে সূচকে ০.২% বৃদ্ধি হয়েছিল সোনার দামে এবং ০.৬% হ্রাস পেয়েছিল রুপোর দাম। বিশেষজ্ঞদের মতে, ভ্যাক্সিন উৎপাদন ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির প্রভাবে সোনায় বিনিয়োগের আগ্রহে ভাটা পড়েছে।আন্তর্জাতিক ক্ষেত্রে এ দিন একই কারণে সোনার দামে পতন দেখা দিয়েছে, কারণ লগ্নিকারীদের আরও ঝুঁকিবহুল শেয়ার বাজারে পুনরায় বিনিয়োগের প্রবণতা দেখা দিয়েছে। তবে মার্কিন অর্থনীতিতে আরও ছাড়ের সম্ভাবনায় সোনার ন্যূনতম দামে স্থিতাবস্থা বজায় রয়েছে। এ দিন স্পট গোল্ট সূচকে ০.৩% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৬৫.৪৬ ডলার। সূচকে ০.৭% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৪.৩৮ ডলার। আপৎকালী সময়ে মুদ্রাস্ফীতির মোকাবিলায় নিরাপদ সম্পদ হিসেবে সাধারণত সোনায় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পায়। এই কারণে চলতি বছরে ভারতীয় বাজারে সোনার দাম ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বে সোনার কারিবারিদের নজর রয়েছে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য পরিস্থিতির উপরেও।