পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতির মাঝে সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা এক সাক্ষাৎকারে সন্ত্রাস নিয়ে এক মন্তব্য করেছিলেন। যেখানে সন্ত্রাসে পাকিস্তানের সহায়তা নিয়ে প্রশ্ন করা হয়। তার জবাবের মন্তব্যে আমেরিকার প্রসঙ্গ আনেন খোয়াজা আসিফ। এই প্রেক্ষাপটে এবার প্রশ্ন গেল আমেরিকার কাছে। প্রশ্ন শুনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্যামি ব্রুস কী বললেন দেখা যাক।
চলছিল মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রেস কনফারেন্স। সেখানে সাংবাদিকদের তরফে যায় নানান প্রশ্ন। এক প্রশ্নে ট্যামিকে জিজ্ঞাসা করা হয় যে, সদ্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা যে ‘৩ দশক ধরে নোংরা কাজ’ মন্তব্য করেছেন সন্ত্রাস ইস্যুতে, তা নিয়ে আমেরিকার কী অবস্থান? প্রশ্ন শুনে ট্যামি বলেন,' সেক্রেটারি অফ স্টেট দুই দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন। ওই এলাকায় সীমান্তের পরিস্থিতির দিকে আমরাও নজর রাখছি। আপনারা জানেন আমরা ভারত ও পাকিস্তানের সরকারের বহুস্তরের সঙ্গে যোগাযোগ রাখছি।' পাশাপাশি তিনি বলেন,' আমরা সমস্ত পক্ষকে আহ্বান জানাচ্ছি দায়িত্বশীলের মতো একসঙ্গে কাজ করতে। তবে এই সম্পর্কে আমার কাছে বাড়তি কিছু জানা নেই।' আসিফকে ঘিরে গোটা বিতর্কের শুরু স্কাই নিউজের এক সাক্ষাৎকার ঘিরে। সেখানে আসিফ খোয়াজাকে জিজ্ঞাসা করা হয়েছিল,' সন্ত্রাসী সংগঠনগুলোকে তো অর্থ ও প্রশিক্ষণ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের?' জবাবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'আমরা তিন দশক ধরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন সহ পশ্চিমাদের জন্য এই নোংরা কাজ করে আসছি। ... এটি একটি ভুল ছিল এবং আমরা এর জন্য ভুগছি।'
( পহেলগাঁও নিয়ে UNSCতে পিচ প্রস্তুতি দিল্লির? ৭ অস্থায়ী সদস্যের সঙ্গে কথা জয়শংকরের, এল UN চিফের ফোন)
প্রসঙ্গত, আসিফের এই বক্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করে ছাড়ে ভারত। সদ্য ভারতের তরফে রাষ্ট্রসংঘে স্থায়ী ডেপুটি প্রতিনিধি যোজনা প্যাটেল এই ইস্যুতে এক বক্তব্যে বলেন,'গোটা বিশ্ব পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নে পাকিস্তানের ইতিহাসের কথা স্বীকার করতে এবং মেনে নিতে শুনেছে।' খোঁচার সুরে তিনি বলেন,'এই প্রকাশ্য স্বীকারোক্তি কাউকে অবাক করে না।'