বাংলা নিউজ > ঘরে বাইরে > 'দেশ রক্ষার মতো পুণ্যের কোনও কাজ নেই', সংস্কৃত শ্লোকে রাফালকে স্বাগত মোদীর
রাফাল চুক্তি ঘিরে প্রবল বিতর্কে পড়েছিল তাঁর সরকার। পরে অবশ্য সুপ্রিম কোর্টে স্বস্তি মিলেছিল। সেইসব যাবতীয় পর্ব অতিক্রম করে অবশেষে ভারতে পৌঁছাল রাফাল। সংস্কৃতে সেই অত্যাধুনিক যুদ্ধবিমানকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আম্বালা বায়ুঘাঁটিতে রাফাল অবতরণের কিছুক্ষণ পরেই একটি টুইটবার্তায় মোদী বলেন, 'দেশ রক্ষার মতো পুণ্যের কোনও কাজ নেই, দেশ রক্ষার মতো কোনও ব্রত নেই দেশ রক্ষার মতো কোনও যজ্ঞ নেই। গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেল। স্বাগত।'
(বিস্তারিত পরে আসছে)
পরবর্তী খবর