Indian Railways: ছুটে ট্রেন ধরতে গিয়ে মৃত্যু, পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ আদালতের Updated: 30 Jan 2023, 10:40 AM IST Soumick Majumdar আদালত যুক্তি দেয়, ওই মহিলা যে স্বেচ্ছায় নিজেকে আঘাত দিতে চেয়েছিলেন, এমনটা নয়। ফলে দায় বর্তায় রেলেরই উপরে। ফলে রেলকে সেই কারণেই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।