Gulbadin Naib multiple records: আটে বল করে ৪ উইকেট! যে কোনও বিশ্বকাপেই ইতিহাস গুলবদিনের, ‘ফার্স্ট’ হলেন আর কীসে? Updated: 23 Jun 2024, 05:44 PM IST Ayan Das টি-টোয়েন্টিতে যখন কোনও বোলার আট নম্বরে বল পান, তখন বেশি ওভার পড়ে থাকবে না, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুলবদিন নায়েক যখন বল পান, তখন সেটা একাদশ ওভার ছিল। তারপর যেটা হল, সেটা ইতিহাস। বিশ্বকাপে ইতিহাস গড়লেন গুলবদিন। কী কী রেকর্ড গড়লেন?