Chennai Super Kings vs Rajasthan Royals IPL 2023 Live Score: বাটলারের হাফ-সেঞ্চুরির সুবাদে চেন্নাইয়ের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় রাজস্থান রয়্যালস। শেষমেশ তীরে এসে তরী ডোবে সিএসকের।
মহেন্দ্র সিং ধোনি। ছবি- এএফপি।
গুজরাট টাইটানসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারতে হলেও চেন্নাই সুপার কিংস ঘরে-বাইরে পরবর্তী ২টি ম্যাচে জয় তুলে নেয়। তারা নিজেদের মাঠে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। পরে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ডেরায় গিয়ে পরাজিত করেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে রাজস্থান রয়্যাসলও তাদের প্রথম ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জয় তুলে নেয়। সানরাইজার্স হায়দরাবাদকে তাদের মাঠে গিয়ে পরাজিত করেন সঞ্জু স্যামসনরা। গুয়াহাটিতে পরবর্তী ২টি ম্যাচের একটিতে পঞ্জাব কিংসের কাছে হেরে যায় রয়্যালস। শেষে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পুনরায় জয়ের রাস্তায় ফেরে রাজস্থান। এবার চিপকে চেন্নাইকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখেন স্যামসনরা।
13 Apr 2023, 12:14 AM IST
ম্যাচের সেরা অশ্বিন
প্রথমে ব্যাট হাতে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩০ রানের আগ্রাসী ইনিংস খেলেন রবিচন্দ্রন অশ্বিন। পরে বল হাতে ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন তিনি। সঙ্গত কারণেই এমন অল-রাউন্ড পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবিচন্দ্রন।
12 Apr 2023, 11:24 PM IST
পারলেন না ধোনি, ৩ রানের রুদ্ধশ্বাস জয় রাজস্থানের
শেষ ওভারে সন্দীপ শর্মা শুরুতেই জোড়া ওয়াইড বল করনে। প্রথম বলে কোনও রান ওঠেনি। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া ছক্কা মারেন ধোনি। সুতরাং, জিততে শেষ ৩ বলে ৭ রান দরকার সিএসকের। চতুর্থ বলে ১ রান নেন ধোনি। পঞ্চম বলে ১ রান নেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে ৫ রান দরকার চেন্নাইয়ের। ধোনি শেষ বলে ছক্কা মারলেই ম্যাচ জিতত চেন্নাই। তবে শেষ বলে সন্দীপের ইয়র্কারে ১ রানের বেশি সংগ্রহ করতে পারেননি ধোনি। রাজস্থানের ৮ উইকেটে ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭২ রানে আটকে যায়। ৩ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রাজস্থান। ধোনি ১৭ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন জাদেজা। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। সন্দীপ ৩ ওভারে ৩০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
12 Apr 2023, 11:17 PM IST
শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ২১
১৯তম ওভারে জেসন হোল্ডারের বলে ১টি চার ও ২টি ছক্কা মারেন রবীন্দ্র জাদেজা। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৯ ওভার শেষে সিএসকের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান। জিততে শেষ। ওভারে ২১ রান দরকার ধোনিদের।
12 Apr 2023, 11:08 PM IST
২ ওভারে চেন্নাইয়ের দরকার ৪০ রান
১৮তম ওভারে অ্যাডাম জাম্পার বলে ১টি ও ১টি ছক্কা মারেন ধোনি। ওভারে ১৪ রান ওঠে। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৩৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২ ওভারে ৪০ রান দরকার ধোনিদের। জাম্পা ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
12 Apr 2023, 11:05 PM IST
বোলিং কোটা শেষ চাহালের
৪ ওভারের বোলিং কোটায় ২৭ রানের বিনিময় ২টি উইকেট দখল করেন যুজবেন্দ্র চাহাল। ১৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১২২ রান।
12 Apr 2023, 10:59 PM IST
অশ্বিনের বোলিং কোটা শেষ
৪ ওভারে বোলিং কোটা শেষ করেন অশ্বিন। তিনি ৪ ওভারে ২৫ রানের বিবিময়ে ২টি উইকেট নিয়ছেন। ১৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১১৭ রান।
12 Apr 2023, 10:54 PM IST
হাফ-সেঞ্চুরি করেই আউট কনওয়ে
৬টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডেভন কনওয়ে। তবে ১৪.৬ ওভারে চাহালের বলে জসওয়ালের হাতে ধরা পড়েন তিনি। ৩৮ বলে ৫০ রান করেন ডেভন। চেন্নাই ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চাহাল ৩ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন
12 Apr 2023, 10:50 PM IST
আম্বাতি রায়াড়ু আউট
১৪.১ ওভারে চাহালের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ২ বলে ১ রান করেন তিনি। চেন্নাই ১০৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা।
12 Apr 2023, 10:45 PM IST
মইন আলি আউট
১৩.৫ ওভারে অ্যাডাম জাম্পার বলে সন্দীপ শর্মার হাতে ধরা পড়েন মইন আলি। ১০ বলে ৭ রান করেন তিনি। চেন্নাই ১০২ রানে ৪ উইকেট হারায়। মাগালার বদলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু।
12 Apr 2023, 10:35 PM IST
শিবম দুবে আউট
১১.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শিবম দুবে। যদিও রিভিউ নিলে বেঁচে যেতেন তিনি। কেননা বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল স্টাম্পে লাগতই না। দুবে ৯ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। তিনি ১টি চার মারেন। চেন্নাই ৯২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ১২ ওভার শেষে সিএসকের স্কোর ৩ উইকেটে ৯৩ রান। কনওয়ে ৪০ রানে ব্যাট করছেন। অশ্বিন ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
12 Apr 2023, 10:21 PM IST
অজিঙ্কা রাহানে আউট
৯.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অজিঙ্কা রাহানে। ১৯ বলে ৩১ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। চেন্নাই ৭৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৮০ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৯৬ রান দরকার তাদের।
12 Apr 2023, 10:18 PM IST
জমাট জুটি রাহানে-কনওয়ের
অষ্টম ওভারে হোল্ডারের বলে ১টি চার মারেন কনওয়ে। নবম ওভারে জাম্পার বলে ১টি চার মারেন রাহানে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৭৬ রান। রাহানে ৩০ ও কনওয়ে ৩৫ রানে ব্যাট করছেন।
12 Apr 2023, 10:01 PM IST
৫০ টপকাল চেন্নাই
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল চেন্নাই সুপার কিংস। চাহালের প্রথম ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন কনওয়ে। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৫২ রান। কনওয়ে ২৩ ও রাহানে ২০ রানে ব্যাট করছেন।
12 Apr 2023, 09:59 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পঞ্চম ওভারে অ্যাডাম জাম্পার বলে ২টি চার মারেন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। ষষ্ঠ ওভারে অশ্বিনের বলে ১টি ছক্কা মারেন রাহানে। ওভারে ১০ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ১ উইকেটে ৪৫ রান। রাহানে ১৯ ও কনওয়ে ১৭ রানে ব্যাট করছেন।
12 Apr 2023, 09:50 PM IST
হোল্ডারের ওভারে ১০ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন জেসন হোল্ডার। তাঁর বলে ১টি করে চার মারেন রাহানে ও কনওয়ে। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২৬ রান।
12 Apr 2023, 09:41 PM IST
রুতুরাজ গায়কোয়াড় আউট
২.২ ওভারে সন্দীপ শর্মার বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১০ বলে ৮ রান করেন তিনি। চেন্নাই ১০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১৬ রান।
12 Apr 2023, 09:34 PM IST
রান তাড়া শুরু চেন্নাইয়ের
ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন সন্দীপ শর্মা। পঞ্চম বলে চার মারেন রুতুরাজ। প্রথম ওভারে ৭ রান ওঠে।
12 Apr 2023, 09:17 PM IST
লড়াইয়ের রসদ রাজস্থানের
১৯.৬ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হন অ্যাডাম জাম্পা। ১ ভলে ১ রান করেন তিনি। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তোলে। হেতমায়ের ১৮ বলে ৩০ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৭৬ রান। রাজস্থান লড়াইয়ের রসদ সংগ্রহ করলেও চেন্নাইয়ের নাগালের বাইরে চলে গিয়েছে, এমনটা কখনই বলা যাবে না।
12 Apr 2023, 09:11 PM IST
জেসন হোল্ডার আউট
১৯.৫ ওভারে তুষার দেশপান্ডের বলে কনওয়ের হাতে ধরা পড়েন জেসন হোল্ডার। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন হোল্ডার। রাজস্থান ১৭৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাডাম জাম্পা।
12 Apr 2023, 09:07 PM IST
ধ্রুব জুরেল আউট
১৮.৬ ওভারে আকাশ সিংয়ের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন ধ্রুব জুরেল। ৬ বলে ৪ রান করেন তিনি। রাজস্থান ১৬৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। আকাশ ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২৩ রানে ব্যাট করছেন হেতমায়ের।
12 Apr 2023, 09:00 PM IST
১৫০ টপকাল রাজস্থান
১৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। তুষার দেশপান্ডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন হেতমায়ের। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১৫৭ রান। ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন তুষার।
12 Apr 2023, 08:52 PM IST
জোস বাটলার আউট
১৬.২ ওভারে মইন আলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোস বাটলার। ৩৬ বলে ৫২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। রাজস্থান ১৪২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধ্রুব জুরেল। ১৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান।
12 Apr 2023, 08:48 PM IST
হাফ-সেঞ্চুরি বাটলারের
১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ১৬ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪ উইকেটে ১৪১ রান। বাটলার ৫১ রানে ব্যাট করছেন। থিকসানা ৪ ওভারে ৪২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।
12 Apr 2023, 08:44 PM IST
জোড়া ছক্কা হাঁকিয়ে আউট অশ্বিন
১৪তম ওভারে থিকসানার বলে ১টি চার মারেন অশ্বিন। ১৫তম ওভারে আকাশ সিংয়ের বলে জোড়া ছক্কা হাঁকান তিনি। শেষমেশ ১৪.৬ ওভারে আকাশের বলেই মাগালার হাতে ধরা পড়েন রবিচন্দ্রন। ২২ বলে ৩০ রান করেন অশ্বিন। মারেন ১টি চার ও ২টি ছক্কা। রাজস্থান ১৩৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের।
12 Apr 2023, 08:32 PM IST
বোলিং কোটা শেষ জাদেজার
৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১১০ রান। বাটলার ৪৪ রানে ব্যাট করছেন। অশ্বিন করেছেন ১০ রান।
12 Apr 2023, 08:27 PM IST
১০০ টপকাল রাজস্থান
১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। ১২ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। বাটলার ৪১ রানে ব্যাট করছেন।
12 Apr 2023, 08:22 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩ উইকেটে ৯৫ রান। মাগালার প্রথম ওভারে ৭ রান ওঠে। বাটলার ৩৮ রানে ব্যাট করছেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
12 Apr 2023, 08:19 PM IST
অশ্বিনের ক্যাচ ছাড়লেন মইন
৮.৬ ওভারে জাদেজার বলে সদ্য ক্রিজে আসা অশ্বিনের সহজ ক্যাচ ছাড়েন মইন আলি। মইন ক্যাচ ধরলে জাদেজা একই ওভারে ৩টি উইকেট তুলে নিতেন। ৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ৮৮ রান। ৩৪ রানে ব্যাট করছেন বাটলার।
12 Apr 2023, 08:16 PM IST
সঞ্জু স্যামসন আউট
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন জাদেজা। ৮.৫ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। ২ বল খেলে শূন্য রানে আউট হন রাজস্থান দলনায়ক। রয়্যালস ৮৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
12 Apr 2023, 08:13 PM IST
দেবদূত পাডিক্কাল আউট
৮.৩ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন দেবদূত পাডিক্কাল। ২৬ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৫টি চার। রাজস্থান ৮৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন।
12 Apr 2023, 08:12 PM IST
মইনের বলে জোড়া ছক্কা বাটলারের
সপ্তম ওভারে জাদেজা ১১ রান খরচ করেন। অষ্টম ওভারে মইন আলির বলে জোড়া ছক্কা মারেন বাটলার। ওভারে মোট ১৮ রান ওঠে। ৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৮৬ রান। বাটলার ৩৪ ও পাডিক্কাল ৩৬ রানে ব্যাট করছেন।
12 Apr 2023, 08:03 PM IST
পাওয়ার প্লেতেই ৫০ টপকাল রাজস্থান
ষষ্ঠ ওভারে দেশপান্ডের বলে জোড়া বাউন্ডারি মারেন পাডিক্কাল। ওভারে ১২ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৫৭ রান। পাডিক্কাল ৩০ ও বাটলার ১৭ রানে ব্যাট করছেন। বাটলার আইপিএলে ৩০০০ রানের মাইলস্টোন টপকে যান।
12 Apr 2023, 07:56 PM IST
আগ্রাসী শুরু রাজস্থানের
চতুর্থ ওভারে আকাশ সিংয়ের বলে ৬ রান সংগ্রহ করে রাজস্থান। পঞ্চম ওভারে থিকসানার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। ১টি চার মারেন পাডিক্কাল। পঞ্চম ওভারে ১৭ রান ওঠে। ৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৪৫ রান।
12 Apr 2023, 07:46 PM IST
থিকসানার ওভারে জোড়া বাউন্ডারি পাডিক্কালের
তৃতীয় ওভারে বল করতে আসেন মাহিশ থিকসানা। তাঁর বলে ২টি চার মারেন দেবদূত পাডিক্কাল। ওভারে মোট ১০ রান ওঠে। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ২২ রান।
12 Apr 2023, 07:41 PM IST
যশস্বী জসওয়াল আউট
১.৪ ওভারে তুষার দেশপান্ডের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৮ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। রাজস্থান ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দেবদূত পাডিক্কাল। ২ ওভার শেষে রয়্যালসের স্কোর ১ উইকেটে ১২ রান
12 Apr 2023, 07:31 PM IST
ম্যাচ শুরু
জোস বাটলারের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে জোড়া বাউন্ডারি মারেন যশস্বী। প্রথম ওভারে ৮ রান ওঠে।
মাইলস্টোন ম্যাচে টস জিতলেন মহেন্দ্র সিং ধোনি। টস জিতে চেন্নাই দলনায়ক শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসকে। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবে সিএসকে। চেন্নাই এই ম্যাচের প্রথম একাদশে একাধিক রদবদল করে। মইন আলি সুস্থ হয়ে দলে ফিরলেন। সিএসকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় মাহিশ থিকসানাকেও। তাঁদের জায়গা ছাড়লেন মিচেল স্যান্টনার ও ডোয়েন প্রিটোরিয়াস। হালকা চোটের জন্য রাজস্থানের হয়ে এই ম্যাচে মাঠে নামতে পারছেন না ট্রেন্ট বোল্ট।
12 Apr 2023, 06:42 PM IST
ধোনিকে সংবর্ধনা চেন্নাইয়ের
আইপিএলের প্রথম ক্যাপ্টেন হিসেবে কোনও একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দিতে নামছেন ধোনি। স্বাভাবিকভাবেই ম্যাচের আগে সিএসকে ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপ্টেনকে সংবর্ধনা দেয়। এন শ্রীনিবাসন ধোনির হাতে তুলে দেন বিশেষ স্মারক।
12 Apr 2023, 06:38 PM IST
মাইলস্টোন ম্যাচ ধোনির
চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে ২০০তম ম্যাচে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। এমনিতেই চেন্নাই ফ্র্যাঞ্চাইজির স্তম্ভে পরিণত হয়েছেন ধোনি। তার উপর এমন অবিশ্বাস্য মাইলস্টোন ম্যাচে চিপকের আবহ ধোনিময় হতে চলেছে নিশ্চিত।