শনিবারের সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৩১ তম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং পঞ্জাব কিংস। এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচে হায়দরাবাদকে ১৪ রানে পরাজিত করেছিল এবং জিতে এই ম্যাচে খেলতে নামছে রোহিতের মুম্বই। একই সময়ে, পঞ্জাব তাদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ২৪ রানে পরাজয়ের মুখোমুখি হয়েছিল। মুম্বই এবং পঞ্জাব উভয় দলই আইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষ-চারের বাইরে রয়েছে। এই ম্যাচে জিতে দুই দলই তাদের পারফরম্যান্সের উন্নতি করতে চাইবে। এমন পরিস্থিতিতে মুম্বই ও পঞ্জাব উভয় দলই চাইবে তাদের দলের সিনিয়র সেরা খেলোয়াড়রা তাদের একাদশে ফিরুক।
আরও পড়ুন… ভিডিয়ো: যেন শিক্ষক ও বাধ্য ছাত্র! ম্যাচের পরেই ধোনির কাছে ছুটলেন SRH-র তরুণরা
প্রথমেই বলা যাক পঞ্জাব কিংসের কথা। দলের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান কাঁধের ইনজুরির কারণে গত কয়েক ম্যাচে মাঠের বাইরে ছিলেন এবং তিনি খেলতে পারেননি। তাঁর ব্যাটিং অভিজ্ঞতা অনেকটাই মিস করছে পঞ্জাব দল। পিবিকেএস-এর ফিল্ডিং কোচ গত ম্যাচে বলেছিলেন যে ধাওয়ানের প্রত্যাবর্তনের জন্য আরও ২-৩ দিন লাগতে পারে। এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছে মুম্বই-এর বিরুদ্ধে ম্যাচে ফ্যাফ ডু প্লেসির মতোই প্রভাবশালী খেলোয়াড় হিসেবে ফিরতে পারেন শিখর ধাওয়ান। এছাড়া পঞ্জাব দলে ফিরতে পারেন কাগিসো রাবাদা ও সিকান্দার রাজাও। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে বাদ পড়েছিলেন এই দুই খেলোয়াড়।
আরও পড়ুন… CSK vs SRH: এটা আমার কেরিয়ারের শেষ পর্যায়- SRH ম্যাচ জিতে অবসরের ইঙ্গিত দিলেন ধোনি
অন্যদিকে, আমরা যদি মুম্বই ইন্ডিয়ান্সের কথা বলি, জোফ্রা আর্চার আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর থেকেই দলের বাইরে চলে যাচ্ছেন। আগে জানা গিয়েছিল যে তার নিগলে সমস্যা রয়েছে, কিন্তু পরে জানা যায় যে তার ডান কনুইতে ব্যথা রয়েছে যে কারণে তিনি খেলছেন না। কিন্তু এমআই-এর জন্য সুখবর হল বৃহস্পতিবার, ইংলিশ বোলার নেটে ঘাম ঝরালেন এবং টানা চার ওভার বল করলেন। এমন পরিস্থিতিতে পঞ্জাবের বিরুদ্ধে এদিনের ম্যাচে তিনি ফিরতে পারেন বলে জল্পনা চলছে। আর্চার নির্বাচনের জন্য উপলব্ধ হলে, জেসন বেহরেনডর্ফ বা রাইলি মেরেডিথকে বাইরে বসতে হতে পারে। এ ছাড়া মুম্বইয়ের প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তনের সম্ভাবনা কম।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://pbv88-sv388.net/sports/ipl)
দেখে নেওয়া যাক MI বনাম PBKS সম্ভাব্য প্লেয়িং একাদশ-
দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্লেয়িং একাদশ-
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।