বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ > Narendrapur Ramakrishna Mission Madhyamik Result: 'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
Narendrapur Ramakrishna Mission Madhyamik Result: 'এতটা আশা করিনি', মাধ্যমিকে তৃতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র
Updated: 02 May 2024, 04:32 PM IST লেখক Abhijit Chowdhury নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈঋত রঞ্জন পাল এবারে মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৬৯১ নম্বর। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র আলেখ্য মাইতি ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত নবম হয়েছেন নবম। আর দশম স্থানে আছেন নরেন্দ্রপুর মিশনের শুভ্রকান্তি জানা।