♎ বাংলার লোক সংস্কৃতি জুড়ে রয়েছে নীলষষ্ঠীর ব্রত পালনের উৎসব। এই নীলষষ্ঠীর পুজোয় মূলত সন্তানের মঙ্গল কামনায় হিন্দুদের মধ্যে দেবাদিদেব মহাদেবের পুজো দেওয়ার রীতি প্রচলিত। এই পুজো মূলত, নীলকণ্ঠ ও নীলাবতীকে ঘিরে হয়। এই নীলকণ্ঠ অবশ্যই দেবাদিদেব মহাদেব ও মা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব। এই নীল পুজোর দিন মহাদেব ও মা পার্বতীর আরাধনা করা হয়। তবে এই পুজোর রীতি রয়েছে।
নীল পুজোর রীতি:-
🍰সন্তানের মঙ্গল কামনায় সারাদিন ধরে উপবাস করে, সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার রীতি পালিত হয় নীলপুজো ঘিরে। সন্ধ্যায় মহাদেবের কাছে প্রদীপ জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন অনেকে। এইভাবেই পালিত হয় নীলপুজোর ব্রত। নানান মন্দিরে ভক্তের সমাগম হয় নীলপুজো ঘিরে। আজ ১৩ এপ্রিল পালিত হচ্ছে নীল পুজো। তবে সন্ধ্যায় অমৃত যোগ আর মাহেন্দ্র যোগ কখন লাগছে, তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের মূর্তি বা শিবলিঙ্গে জল ঢালার আগে দেখে নিন সন্ধ্যায় মাহেন্দ্র যোগ ও অমৃত যোগ কখন শুরু হচ্ছে।
( 🉐Chaitra Purnima 2025 Tithi: চৈত্র পূর্ণিমা ২০২৫র তিথি আজ আর কতক্ষণ থাকছে? দেখে নিন পঞ্জিকামত)
মাহেন্দ্র যোগ ও অমৃত যোগ পঞ্জিকা অনুযায়ী:-
🔯আজ ১৩ এপ্রিল অর্থাৎ ৩০ চৈত্র রবিবার রয়েছে নীলষষ্ঠীর পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, এদিন অমৃত যোগ সকাল ৬টা ১৩ মিনিট থেকে ৯টা ৩২ মিনিটের পর সন্ধ্যায় ফের রয়েছে। সন্ধ্যায় ৭টা ২৫ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত রয়েছে আজকের নীলষষ্ঠীর দিনের অমৃত যোগ। এছাড়াও মাহেন্দ্র যোগ ভোর ৬টা ১২ মিনিট পর্যন্ত ছিল। তারপর ছিল ১২টা ৫৩ মিনিট থেকে ১টা ৪২ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যায় এই যোগ রয়েছে ৬টা ৩৯ মিনিট থেকে ৭টা ২৪ মিনিট পর্যন্ত। এছাড়াও রাত ১২টা ১ মিনিট থেকে ৩টে ৪ মিনিট পর্যন্তও থাকছে মাহেন্দ্র যোগ।