অরেঞ্জ ক্যাপের লড়াই

𒁏আইপিএলের একটি সংস্করণে যিনি সবথেকে বেশি রান করেন, তাঁকে 'অরেঞ্জ ক্যাপ' দেওয়া হয়। আইপিএলের ইতিহাসে প্রথম 'অরেঞ্জ ক্যাপ' পেয়েছিলেন কিংস ইলেভেনের (বর্তমান পঞ্জাব কিংস) শন মার্শ। ১১টি ম্যাচে ৬১৬ রান করেছিলেন। দ্বিতীয় আইপিএলে 'অরেঞ্জ ক্যাপ' উঠেছিল ম্যাথু হেডেনের মাথায়। চেন্নাই সুপার কিংসের খেলোয়াড় ১২টি ম্যাচে ৫৭২ রান করেছিলেন। ২০১০ সালের আইপিএল 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে ১৫টি ম্যাচে ৬১৮ রান করেছিলেন। ২০১১ সাল এবং ২০১২ সালে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ক্রিস গেইল। দুটি মরশুমেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) খেলতেন। ২০১১ সালে ১২টি ম্যাচে ৬০৮ রান করেছিলেন। ২০১২ সালে ১৫টি ম্যাচে করেছিলেন ৭৩৩ রান। আইপিএলের প্রথম ১৭টি সংস্করণে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি পরপর দুটি মরশুমে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন। ২০১৩ সালের আইপিএলে 'অরেঞ্জ ক্যাপ' উঠেছিল মাইকেল হাসির মাথায়। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে ১৬টি ম্যাচে ৭৩৩ রান করেছিলেন। ২০১৪ সালে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন রবিন উথাপ্পা। ১৬টি ম্যাচে ৬৬০ রান করেছিলেন। আইপিএলের প্রথম ১৭টি সংস্করণে তিনিই একমাত্র কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলোয়াড়, যিনি 'অরেঞ্জ ক্যাপ' জিতেছেন। ২০১৫ সালের আইপিএলে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে ১৪টি ম্যাচে ৫৬২ রান করেছিলেন।
Other Stats
PlayerTRSRMatInnNOHSAvg30s50s100s6s
1Nicholas PooranNicholas Pooran
LSG189219330756312015
2Shreyas IyerShreyas Iyer
PBKS14920622297*-02013
3Sai SudharsanSai Sudharsan
GT13716722074680208
4Travis HeadTravis Head
SRH13619133067451106
5Mitchell MarshMitchell Marsh
LSG12418233072410208
6Aniket VermaAniket Verma
SRH117205330743911012
7Ruturaj GaikwadRuturaj Gaikwad
CSK11615633063380204
8Ishan KishanIshan Kishan
SRH108203331106*540016
9Dhruv JurelDhruv Jurel
RR10615133070351106
10Rachin RavindraRachin Ravindra
CSK10613233165*531104
11Suryakumar YadavSuryakumar Yadav
MI10416533148521007
12Quinton de KockQuinton de Kock
KKR10214733197*510106
13Nitish RanaNitish Rana
RR10018833081330105
14Sanju SamsonSanju Samson
RR9915433066330105
15Jos ButtlerJos Buttler
GT9316322054461103

♏Standings are updated with the completion of each game

  • T:Teams
  • Wkts:Wickets
  • Avg:Average
  • R:Run
  • EC:Economy
  • O:Overs
  • SR:Strike Rate
  • BBF:Best Bowling Figures
  • Mdns:Maidens
𝔉২০১৬ সালের আইপিএলে কার মাথায় 'অরেঞ্জ ক্যাপ' উঠেছিল, সেটার উত্তরটা সকলেরই জানা - বিরাট কোহলি। ১৬টি ম্যাচে ৯৭৩ রান করেছিলেন। একটা অবিশ্বাস্য মরশুম কেটেছিল বিরাটের। আইপিএলের প্রথম ১৭টি সংস্করণে কোনও খেলোয়াড় এত রান করতে পারেননি। ২০১৭ সালে আবার 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন সানরাইজার্সের ওয়ার্নার। ১৪টি ম্যাচে ৬৪১ রান করেছিলেন। ২০১৮ সালে 'অরেঞ্জ ক্যাপ' ছিল হায়দরাবাদেই। তবে ওয়ার্নার নন, 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন কেন উইলিয়ামসন। ১৭টি ম্যাচে ৭৩৫ রান করেছিলেন। ২০১৯ সালেও 'অরেঞ্জ ক্যাপ' হায়দরাবাদে রেখে দিয়েছিলেন ওয়ার্নার। ১২টি ম্যাচে ৬৯২ রান করেছিলেন। ২০২০ সালে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন পঞ্জাবের কেএল রাহুল। ১৪টি ম্যাচে ৬৭০ রান করেছিলেন। ২০২১ সালে ১৬টি ম্যাচে ৬৩৫ রান করে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড়। ২০২২ সালে জিতেছিলেন জোস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে খেলে ১৭টি ম্যাচে ৮৬৩ রান করেছিলেন। ২০২৩ সালে তুখোড় ফর্মে ছিলেন গুজরাট টাইটানসের শুভমন গিল। ১৭টি ম্যাচে ৮৯০ রান করে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন। আর ২০২৪ সালে 'অরেঞ্জ ক্যাপ' জিতেছিলেন আরসিবির বিরাট। ১৫টি ম্যাচে ৭৪১ রান করেছিলেন।

আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2025 FAQ'S

কোন খেলোয়াড় যে দলের হয়ে শতরান করেছেন, তার বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকিয়েছেন?

শেন ওয়াটসন। রাজস্থান রয়্যালসে খেলার সময় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ও চেন্নাইয়ে খেলার সময় রাজস্থানের বিরুদ্ধে শতরান করেছিলেন।

আইপিএলের এক মরশুমে সর্বাধিক রানের রেকর্ড বিরাট কোহলির। কত রান করেছিলেন?

২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

২০১১ সালে গৌতম গম্ভীরকে নিয়েছিল কেকেআর। কত টাকা খরচ হয়েছিল?

১১.০৪ কোটি টাকায় গম্ভীরকে নিয়েছিল কেকেআর।

আইপিএলে দুটি শতরানের মধ্যে সবথেকে বেশিদিনের ফারাক রয়েছে কার?

রোহিত শর্মার। ১৭২টি ইনিংসের ব্যবধান আছে। ২০১২ সাল ও ২০১৪ সালে শতরান হাঁকিয়েছিলেন।

caco88