আইপিএলের সূচি 2025

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগ (আইপিএল) শুরু। ২০২৪ সালে আইপিএলের ঠিক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে শুরু আইপিএল। ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। কিছুটা ফাঁকা দিয়ে শুরু আইপিএল। মার্চের শেষলগ্নে শুরু আইপিএস। সমাপ্তি মে'র শেষ লগ্নে। আইপিএল শেষ হওয়ার পরই ইংল্যান্ডে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আছে। এখন পুরো ফোকাস অবশ্য আইপিএলের পরে।

অষ্টাদশ আইপিএল প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল ১৫ মার্চ থেকে। চলার কথা ছিল ২৫ মে পর্যন্ত। ২০২৪ সালের নভেম্বরে আইপিএলের মেগা নিলামের সেই দিনক্ষণ জানানো হয়েছিল। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিছুটা সূচি হেরফের করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্ওরফির সমাপ্তি ও আইপিএলের সূচনার মধ্যে কিছুটা বেশি ব্যবধান রাখা হয়। ২০২৪ সালে আইপিএল ꦰশুরু হয়েছিল ২২ মার্চ। আর ফাইনাল হয়েছিল ২৬ মে। ২০২৩ সালে আইপিএল শুরু হয়েছিল ৩১ মার্চ থেকে। চলেছিল ২৯ মে পর্যন্ত।
আর ২০২৫ সালের আইপিএলের আগে মেগা নিলাম হয়েছে। মেগা নিলামে টাকার ঝড় ওঠে। তৈরি হয় একের পর এক ইতিহাস। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দুই দামি ক্রিকেটার যাঁরা হয়েছেন, তাঁরা এবারের মেগা নিলামেই সেই টাকা পেয়েছেন। এবার আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্তকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে নিয়েছে পঞ্জাব কিংস। যে শ্রেয়স ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন। আর পরেরবারই নয়া দলে গিয়েছেন।

আবার কেকেআর ২৩.৭৫ কোটি টাকা খরচ করেছে বেঙ্কটেশ আইয়ারের জন্য। ১৮ কোটি টাকায় আর্শদীপ সিংকে নিয়েছে পঞ্জাব। সমপরিমাণ টাকায় পঞ্জাবে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এই পাঁচজন এবার আইপিএলের সবথেকে দামি খেলোয়াড় হয়েছেন। পন্ত ও শ্রেয়স তো সর্বকালের রেকর্ড গড়েছেন। তাছাড়াও ১০ কোটি টাকা বা বেশি দর উ𒅌ঠেছে আরও অনেক ক্রিকেটারের। যে তালিকায় আছেন জোস বাটলার, কেএল রাহুল, জোফ্রা আর্চার, ট্রেন্ট বোল্ট, জোশ হেজেলউড, মহম্মদ সিরাজ, মিচেল স্টার্ক, ফিল সল্ট, ইশান কিষান, মার্কাস স্টইনিস, জিতেশ শর্মা, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা, মহম্মদ শামিরা। সবমিলিয়ে ২১ জন খেলোয়াড়ের দাম ১০ কোটি টাকা বা তার বেশি হয়েছে। তাঁদের মধ্যে ১২ জ🏅ন ভারতীয় ক্রিকেটার।

আইপিএলের সূচি 2025 FAQ'S

বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেন। কোন দলের কাছে তাঁকে নেওয়ার সুযোগ ছিল?

দিল্লি ডেয়ারভেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস)। তবে তাঁকে নেয়নি দিল্লি।

আইপিএলের ইতিহাসে প্রথম কোন ভারতীয় শতরান করেন?

মণীশ পান্ডে। ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিরুদ্ধে অপরাজিত ১১৪ রান করেছিলেন।

আইপিএলের ইতিহাসে কোন দল টানা ৯টি ম্যাচে জিতেছিল?

কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে টানা ৯টি ম্যাচে জিতেছিল কেকেআর।

আইপিএলে পরপর ২ বার 'পার্পল ক্যাপ' জিতেছিলেন কে?

ভুবনেশ্বর কুমার। ২০১৬ সাল ও ২০১৭ সালে জিতেছিলেন।

caco88