বাংলদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা নিয়ে ভারতের তরফ থেকে বারংবার প্রতিবাদ জানানো হয়েছে। এবার সেই বিষয়ে নিন্দা জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিগত দিনে বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে। অনেকে খুন হয়েছেন। বহু হিন্দুর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, দোকান লুট করা হয়েছে। মন্দিরে ভাঙচুর করা হয়েছে। তবে ইউনুসের সরকার বলে চলেছে, কোনও হামলা সাম্প্রদায়িক নয়। এই আবহে এবার মুখ খুললেন অমর্ত্য সেন। বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বললেন, 'বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা এবং মন্দিরগুলিতে ভাঙচুর ও হিা প্রতিরোধ করা সরকার ও সাধারণ জনগণের দায়িত্ব ছিল।'
আরও পড়ুন: 'বন্ধু' ইউনুসকে বড় বার্তা, বাংলাদেশ নিয়ে 'উদ্বিগ্ন' অমর্ত্য সেন বললেন...
ইউনুসকে নিয়ে অমর্ত্য সেন বলেন, 'ইউনুস আমার অনেক পুরনো একজন বন্ধু। তাঁর সামর্থ্য রয়েছে। আমি জানি। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এর আগেও। ইউনুসের ওপর আমার আস্থা রয়েছে। এখন কেউ যদি হঠাৎ করে কোনও এক দেশের প্রধান হয়ে যান, তাহলে তাঁকে বিভিন্ন গোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। সেখানে বিভিন্ন ইসলাপন্থী দল রয়েছে, হিন্দুদেরও বিভিন্ন পক্ষ রয়েছে।' অমর্ত্য সেনের কথায়, 'অতীত থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করা জরুরি।' তিনি বলেন, 'আমি চাই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক।' উল্লেখ্য, ঢাকায় শৈশব কাটানো অমর্ত্য সেনের স্কুলশিক্ষা শুরু হয়েছিল সেন্ট গ্রেগরী স্কুলে। পরে তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন। নিজের 'আদি বাড়ির' বর্তমান পরিস্থিতিতে তাই উদ্বেগ প্রকাশ অমর্ত্য সেনের।