বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মা হারা শিশুদের মাতৃদুগ্ধের যোগান দিতে নেটওয়ার্ক তৈরি কলকাতায়

মা হারা শিশুদের মাতৃদুগ্ধের যোগান দিতে নেটওয়ার্ক তৈরি কলকাতায়

ফাইল ছবি (Sergei Bobylev/TASS/dpa/picture alliance)

কলকাতার এসএসকেএম হাসপাতালেই একমাত্র মিল্ক ব্যাঙ্ক রয়েছে৷ তাও হাসপাতালে ভর্তি শিশুরাই এই ব্যাঙ্কের সুবিধা পায়৷ এই পরিস্থিতিতে এই দুই তরুণী শিশুদের সঙ্গে দুধ ডোনার মায়েদের সংযুক্ত করতেই গড়ে তোলেন এই রিসোর্স নেটওয়ার্ক

জন্মের পরই অনাথ সদ্যোজাত৷ কিংবা কোভিডের জন্য নবজাতকের থেকে আলাদা থাকতে হচ্ছে মাকে৷ এই পরিস্থিতিতে শিশুকে স্তন্যপান করাবেন কে?

সমাধানে তথ্যপঞ্জী গড়তে উদ্যোগী দুই তরুণী৷ মহাশ্বেতা দেবীর 'স্তনদায়িনী' গল্পে যশোদা জমিদারবাড়ির শিশুদের নিজের বুকের দুধ দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন৷

এককালে এভাবেই অসহায় শিশুদের মাতৃদুগ্ধের যোগান দিতে হাজির হতেন দুধ-মায়েরা৷ কোভিড পরিস্থিতি বিভিন্ন বিষয়ের মতো স্তন্যপানের ক্ষেত্রেও অভূতপূর্ব সঙ্কট তৈরি করেছে৷ সদ্যোজাত শিশুকে রেখে মারা গিয়েছেন অনেক নারী৷ এছাড়া অনেক শিশুর মা কোভিডের জন্য কোয়ারান্টিনে রয়েছেন৷ তার ফলে শিশুদের থেকে জন্মদাত্রীকে দীর্ঘসময় দূরে থাকতে হচ্ছে৷

অথচ এই মা-হারা বা মায়ের থেকে দূরে থাকা শিশুদের প্রধান খাদ্যই হচ্ছে মাতৃদুগ্ধ৷ তার ফলে কি এই প্রজন্মের একটা অংশ মাতৃদুগ্ধের অভাবে ভবিষ্যতে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হবে? এই প্রশ্নটা ভাবিয়ে তুলেছিল বৈদেহী দাস ও মণিময়ী চক্রবর্তীকে৷ নবজাতকেরা যাতে মাতৃদুগ্ধে বঞ্চিত না হয় , সেই লক্ষ্যে তথ্যপঞ্জী গড়ছেন এই দুই তরুণী, যার পোশাকি নাম ‘ওয়েস্ট বেঙ্গল ব্রেস্ট মিল্ক রিসোর্স নেটওয়ার্ক'৷ কেন এমন উদ্যোগ? মণিময়ী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অক্সিজেন রিসোর্স খুঁজতে সাহায্য করতাম৷ কিন্তু তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটা পোস্ট দেখি৷ দিল্লিতে মাতৃদুগ্ধ খুঁজছে৷ তারপরই আমাদেরও মনে হয় কলকাতায় এমন হবে না কেন?' প্রথমদিকে এই দুই তরুণীও অন্য প্রতিষ্ঠানের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চেয়েছিলেন৷ কিন্তু এ রকম কিছু কলকাতায় নেই৷ এমনকি মিল্ক ব্যাঙ্ক নিয়ে বিশেষ সচেতনতাও গড়ে ওঠেনি৷ কলকাতার এসএসকেএম হাসপাতালেই একমাত্র মিল্ক ব্যাঙ্ক রয়েছে৷ তাও হাসপাতালে ভর্তি শিশুরাই এই ব্যাঙ্কের সুবিধা পায়৷ এই পরিস্থিতিতে এই দুই তরুণী শিশুদের সঙ্গে দুধ ডোনার মায়েদের সংযুক্ত করতেই গড়ে তোলেন এই রিসোর্স নেটওয়ার্ক৷

বৈদেহী বলেন, ‘আসামেও এমন একজন মহিলার খবর পেয়েছিলাম যিনি নিজের ব্রেস্ট মিল্ক দান করতে চান৷ তারপরেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একটি বাচ্চার মা মারা গিয়েছে, তার মাতৃদুগ্ধ লাগবে৷ ডাক্তারদের সঙ্গে কথা বলে দেখলাম, এটা বরাবরের সমস্যা৷ তাই এই নেটওয়ার্ক গড়ে তোলাটা জরুরি ছিল৷' চিকিৎসকরা এই উদ্যোগের প্রশংসা করেছেন৷ তবে দুধ শিশুকে দেওয়ার ক্ষেত্রে সতর্কতা নিতে হয়৷

 শিশুমঙ্গল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অর্ণব রায় ডয়চে ভেলেকে বলেন, ‘আমরা মায়েদের সাজেস্ট করি, বুকের দুধ বের করে সাধারণ তাপমাত্রায় আট ঘন্টা অবধি রেখে দিলে ভাল থাকে৷ ফ্রিজে রাখলে ২৪ ঘণ্টা অবধি থাকতে পারে৷ এটা নিশ্চিত করতে হবে, মহিলাদের থেকে শিশুর শরীরে কোনো রোগের ট্রান্সমিশন যেন না হয়৷'

মাতৃদুগ্ধ দানে আগ্রহী মায়ের তথ্যপঞ্জী তৈরি করা দুই ছাত্রীর পক্ষে মোটেই সহজ কাজ নয়৷ রয়েছে সামাজিক বাধা৷ সেটা অতিক্রম করে ডোনার মায়েরা দুধ দানে এগিয়ে এসেছেন৷ তবু তথ্যপঞ্জিতে এখনো পর্যন্ত যুক্ত ১৭ জন মায়ের নাম গোপন রাখা হচ্ছে৷ সতর্কতা হিসেবে মহিলাদের তিন মাস অন্তর অন্তর এইচআইভি বা হেপাটাইটিস টেস্ট করানো হয় চিকিৎসকদের তত্ত্বাবধানে৷ এক্ষেত্রে সেতুর ভূমিকা নেওয়া মণিময়ী বলেন, ‘যাঁরা সদ্যোজাত শিশুদের দুধের জন্য আমাদের কাছে আসছেন, তাঁদের সঙ্গে দুগ্ধদানে আগ্রহী মায়েদের যোগাযোগটাই করিয়ে দিচ্ছি৷ তারপর ডাক্তারদের পরামর্শ নিয়ে সকলে এগোচ্ছেন৷' অনেকে প্রশ্ন তুলেছেন, দুগ্ধদান করার পরে স্তনদাত্রী মায়েদের সন্তানরা দুধ থেকে বঞ্চিত হবে না তো? সংশয় দূর করে ডা. রায় বলেন, ‘এটা চাহিদা ও যোগানের অনুপাত৷ কোনো মা নিয়মিত হারে যদি অন্য বাচ্চাকে দুধ খাওয়ান, তাহলে সেই চাহিদা বুঝে শরীর বেশি দুধই উৎপন্ন করবে৷' এ দেশে মায়ের দুধ বিক্রিও হয়৷

এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস-এর প্রাক্তন সভাপতি ডা. অর্জুন মাঙ্গলিক ডয়চে ভেলেকে বলেন, ‘এ দেশে হিউম্যান মিল্কের প্রচুর দাম৷ সাধারণের পক্ষে সেটা কেনা সম্ভব নয়৷ তাই আরো মিল্ক ব্যাঙ্ক হওয়া উচিত ছিল৷ বিষয়টা কেউ ভেবেই দেখেনি৷ প্রাইভেট সেক্টরে টেস্টিং বা পাস্তুরাইজেশনে অনেক খরচ৷ তাই নিয়ম ও সুরক্ষাবিধি মেনে এ ধরনের উদ্যোগকে স্বাগত৷' বৈদেহী, মণিময়ীরা তথ্যপঞ্জি তৈরির সময় বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন মায়েদের৷ তাঁরা বলেন, ‘ডাক্তারদের উপদেশ মেনেই যাঁরা নতুন মা হয়েছেন, তাঁদেরই ডোনার হিসেবে রাখছি৷ মেডিকেল হিস্ট্রিও নিয়ে রাখি৷ অনেকেই আসেন, তবে এলিজিবল সবাই হন না৷' অতিমারির পরিস্থিতিতে শিশুর কাছে দুধ দানে আগ্রহী মহিলার পৌঁছে যাওয়ার সমস্যা রয়েছে৷ যাতে উভয়ের বাসস্থল কাছাকাছি হয়, সেটাও মাথায় রাখা হচ্ছে৷

বাংলার মুখ খবর

Latest News

'অসম্মানিত হয়ে…', অক্ষয়ের সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে অভিযোগ রণদীপের, কী ঘটেছে হাসিনার কথা ভুলতেই পারছেন না ইউনুসের লোক! ‘পহেলা বৈশাখেও’ দিলেন খোঁচা, বললেন…. প্র্যাঙ্ক বিতর্ক অতীত, ডিভোর্সের পর ভাইয়ের সঙ্গে ছবি দিতেই অশ্লীল আক্রমণ পৃথাকে নেলপালিশ এমনই শুকিয়ে গিয়েছে যে ব্যবহার করতে পারছেন না? এই কাজগুলি কিন্তু বেশ হয় ১৪৩২ নববর্ষে শুভকামনায় পয়লা বৈশাখে লক্ষ্মী, গণেশ পুজো করবেন? শুভ সময় রইল নেশার জের! নিজের বাংলোতেই আগুন ধরিয়ে নগ্ন হয়ে ছোটাছুটি প্রাথমিকে বিএড প্রশিক্ষিতদের চাকরি বাঁচাতে উদ্যোগ, শীঘ্রই চালু ‘ব্রিজ কোর্স’ ভিডিয়ো- এক মহিলা বেদম পেটালেন অন্য সমর্থককে, DC vs MI ম্যাচে ছড়াল চরম উত্তেজনা দুধে ভেজাল থাকার অভিযোগে গ্রেফতার তিনজন, নেপথ্যে কোন চক্র? আলোড়ন হুগলিতে 'আমি সেরা হতে চেয়েছিলাম…', প্রিয়াঙ্কার সঙ্গে দ্বন্দ নিয়ে অকপট করিনা!

Latest bengal News in Bangla

দুধে ভেজাল থাকার অভিযোগে গ্রেফতার তিনজন, নেপথ্যে কোন চক্র? আলোড়ন হুগলিতে 'স্যার আমাদের বাঁচান!' বিএসএফ কর্তাকে দেখে কাতর আর্তি মুর্শিদাবাদের মহিলার ফের ইটবৃষ্টি, সামসেরগঞ্জে পুলিশ ও আধাসেনাকে ঘিরে ধরল দুষ্কৃতীরা এবার ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তাণ্ডব ভাঙড়ে, পুড়ল পুলিশের গাড়ি সমারোহে বর্ষবরণের অনুষ্ঠান শান্তিনিকেতনে, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ জানুন সূচি ভুয়ো খবর ছড়িয়েছেন, ক্ষমা চান, না হলে বুঝব সুকান্ত-শুভেন্দুর মেরুদণ্ড নেই! সুকান্তর নামে ঘৃণাভাষণের নালিশ TMCর হিন্দু নেতার, মন্ত্রী বললেন নাম বদলে ফেলুন পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধার, দেহের ওপর দিয়ে গেল একাধিক গাড়ি, আঙুল দেখে শনাক্ত 'কী যন্ত্রণায় আছি…' দিল্লি যাবেন কার্তিক মহারাজ! কার সঙ্গে দেখা করতে চান? ‘‌বাঁকুড়া’‌ বানান ভুল লিখেছে রেল অলচিকি হরফে, তুমুল প্রতিবাদে সরব আদিবাসীরা

IPL 2025 News in Bangla

ভিডিয়ো- এক মহিলা বেদম পেটালেন অন্য সমর্থককে, DC vs MI ম্যাচে ছড়াল চরম উত্তেজনা রোহিত কো ক্যাপ্টেন করো…নীতা আম্বানিকে অনুরোধ ভক্তের,কী জবাব দিলেন MI-এর কর্ণধার? রোহিতের কথা শুনতেই চাননি জয়াবর্ধনে, কোচের ইগোই ম্যাচ হারাতো MI-কে, ক্ষোভ হরভজনের ঝুঁকি নিয়ে ওভারের ছয় বলে ৬টি ইয়র্কার, অভাবনীয় কীর্তির জন্য বোল্টকে কুর্নিশ MI-এর ডাগ-আউট থেকে ক্যাপ্টেন্সি! রোহিতের মগজাস্ত্র ম্যাচ ঘোরাতেই চুমু ছুঁড়লেন হার্দিক দলের হয়ে গরল পান করলেন অক্ষর প্যাটেল, নিয়ম ভেঙে বড় শাস্তি পেলেন দিল্লি দলনায়ক DC vs MI ম্যাচে নায়ারের সঙ্গে জোর ঝামেলা বুমরাহর, দূরে দাঁড়িয়ে মজা নিলেন রোহিত IPL Points Table-এ শীর্ষস্থান হারাল DC,মুম্বই দিল বড় লাফ,উত্থান RCB-এরও,নামল RR রান আউটের হ্যাটট্রিক করে DC-র মুখের গ্রাস কাড়ল MI, ২০০+ করে কখনও হারেনি মুম্বই কোহলির পর হিটম্যানের উইকেট নিলেন বিপরাজ,IPL-এ সবচেয়ে খারাপ ওপেনারের তকমা রোহিতকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88