এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। চাকরিহারাদের পাশে থাকার কথা বলে তিনি বক্তব্য রাখেন। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক আক্রমণ করেন তিনি। সেখানে রীতিমতো ব𒀰ক্তব্য রাখেন তিনি। তবে🐷 বক্তব্যের মাঝেই তাঁকে পালটা শুনতে হয় গো ব্যাক স্লোগান।
আইনের নির্দিষ্ট ধারা পড়ে শোনান তিনি। কেন স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত ওএমআর শিট পুরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚোপুরি প্র𝔍কাশ করছেন না সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন, কোনও অনুরোধ নয়, একেবারে নির্দিষ্ট দাবি করছি রাজ্য সরকারের কাছে।
তি✃নি বলেন, ১৮ নম্বর ধারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা অনুসারে রাজ্য সরকার কী করতে পারে সেটা আপনাদের জানাতে চাই।
আজ আমরা দেখছি এসএসসি এখনও পর্যন্ত পুরো ওএমআর শিট পাবলিশ করেনি। আজ ২টো পর্যন্ত সময় দিয়েছিলাম। রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি সেকশন ১৮ অনুসারে আগামী ২ ঘণ্টার মধ্য়ে একটা নির্দেশ পাঠান। যাত🔯ে বোঝা যাবে আপনাদের ওএমআর শিট প্রকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে।
এরপর তিনি বলেন, আপনারা চুরি করেছে। আপনারা চোরꦐ। জোচ্চরদের রানি হচ্ছেন… এর🐈পরই তিনি রাজ্যের মুখ্য়মন্ত্রীকে তীব্র আক্রমণ করেন।
তিনি বলেন, আমরা আশা করব একটা নির্দেশ আসবে স্কুল সার্ভিস কমিশনে।একেবারে তীব্র আক্রমণ করেন বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
এদিকে তিনি যখন বক্তব্য রাখতে যাচ্ছিলেন তখন কয়েকজন বাধা দেন। এমনকী তিনি বক্তব্য রাখার সময় গো ব্যাক স্লোগানও উঠতে থাকে।&nꦍbsp;
আন্দোলনকারী শিক্ষকদের একাং🐲শ বলেন, তিনি এখানে রাজনীতি করতে এলে আমরা তার প্রতিবাদ জানাব। দয়া করে বলছি এখানে রাজনীতির রঙ লাগাবেন না।
তবে এদিন তিনি বক্ত⛄ব্য শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকদের একাংশ। এরপর সেই আন্দোলনস্থল থেকে কিছুটাဣ সরে যেতে বাধ্য় হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পরে এবিপি আনন্দ সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কিছু নকশাল, সিপিএম আছে তারা আন্দোলনের দখলদারি নিতে চায়। আরজি কর আন্দোলনের সময়ও গো ব্যাক দিয়েছিল। আমি রাত ১২টা পর্যন্ত থাকব। ২ ঘণ্টার মধ্যে নির্দেশ দেওয়া সম্ভ🌳ব। স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিতে পারে সরকার। তারা নির্দেশ দিন। তাদের মধ্য়ে আদৌ স্বচ্ছতা নেই। আমি প্রশ্নের উত্তর দিয়েছি। আমি নকশালদের, এসইউসির দালালকে গুরুত্ব দিতে চাই না।