ঘরের মাঠে চিদম্বরমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে চেন্নাই সুপার কিংস। এটি তাদের জন্য বড় ধাক্কা। ব্যাটিং বিপর্য়ের জেরে বাজে ভাবে হারতে হয় সিএসকে-কে। এর বড় প্রভাব পড়ল আইপিএলের পয়েন্ট টেবলেও।𝕴 যদিও সিএসকে নয় নম্বরেই থাকল, তবে নেট রানরেটের ক্ষেত্রে তারা বড় ধাক্কা খেল। এর ফলে তাদের প্লে-অফে ওঠার লড়াই কঠিন হল।
এদিকে কেকেআর-এর জন্য এটি বড় জয়। প্লে-অফে যেওতে হলে এখন নেট রানরেট খুবই দরকারী। আর সেই নেট রানরেটটা অনেকটাই বাড়িয়ে নিল অজিঙ্কা রাহানের কেকেআর। সেই সঙ্গে তারা এক লাফে উঠে এল তিনে। পতন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টসের। তবে শীর্ষেই থাকল গুজরাট টাইটান্স। দুইয়ে রয়েছে পঞ্জাব কিংসই।
আরও পড়ুন: আল্ট্রাএজে স্পাইক, CSK অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন ম্যাচেই ধোনির আউট নিয়ে শু﷽র🧔ু বিতর্ক
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) গুজরাট টাইটান্স- ৫ ম্যাচে ৪টি জꦑয়, ১টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট +১.৪১৩)
২) দিল্লি ক্যাপিটালস- ৪ ম্যাচে ৪টি জয়, ৮ 🉐পয়েন্ট, (নেট রানরেট +১.২৭৮)
৩) কলকাতা নাইট রাইডার্স- ৬ ম্যাচে ৩টি জয়, ৩টি হার, ৬🌜 পয়েন্ট (নেট রানরেট +০.৮০৩)
৪) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৫ ম্যাচে 🐻৩টিতে জয়, ২টি হার, ৬ পয়েন্ট (🌞নেট রানরেট +০.৫৩৯)
৫) পঞ্জাব কিংস- ৪ ম্যাচে ৩টি জয়, ১টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.২৮𓂃৯)
৬) লখ🅘নউ সুপার জায়ান্টস- ৫ཧ ম্যাচে ৩টি জয়, ২টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট +০.০৭৮)
৭) রাজস্থান রয়্যালস- ৫ ম্যাচে ২টি জয়, ৩টি হার, ৪ পয়ে﷽ন্ট (নেট রানরেট -০.৭৩৩)
৮) মুম্বই ইন্ডিয়ান্স- ৫ ম্যাচ♍ে ১টি জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রান💦রেট -০.০১০)
৯) চেন্নাই স🦩ুপার কিংস- ৬ ম্যাচে ১টি জয়, ৫ট﷽ি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৫৫৪)
১০) সানরাইজার্স হায়দরাবাদ- ৫ ম্যাচে ১টি 🔴🐽জয়, ৪টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৬২৯)
সিএসকে-র ব্যাটিং বিপর্যের কঙ্কালের উপর, বড় জয় নাইটদের
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং বিপর্যয় ঘটে। ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১০৩রান করতে পারে। কলকাতার বোলারদের খেলতেই পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শিবম দুবে। তবে তিনি মন্থর গতিতে ২৯ বলে অপরাজিত ৩১ রান করেন। এছাড়া ২৯ রান করেছেন বিজয় শঙ্কর। ১৬ এবং ১২ রান করেছেন যথাক্রমে রাহুল ত্রিপাঠি এবং ডেভন কনওয়ে। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খেয়েছেন। কেকেআর-ಌএর হয়ে ৩টি উইকেট নিয়েছেন সুনীল নারিন। ২টি করে উইকেট নিয়েছেন বরুঁ চক্রবর্তী এবং হর্ষিত রানা।
আরও পড়ুন: RR-এর বৈভব সূর্যবংশীর বন্ধু কি CSK-তে রুতুর বিকল্প হ𝓀তে চলেছেন? শুরু বড় জল্পনা
সেই রান তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নেয় কেকেআর। ৯.৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে অজিঙ্কা রাহানের টিম। দলের হয়ে সর্বোচ্চ ১৮ বলে ৪৪ কꦺরেন সুনীল নারিন। ১৬ বলে ২৩ রান করেন কুইন্টন ডি'কক। এছাড়া অজিঙ্কা রাহানে ১৭ বলে অপরাজিত ২০ করেন। এবং রিঙ্কু সিং ১২ বলে ১৫ করে অপরাজিত থাকেন।