বিশ্বক্রিকেটে এই মূহূর্তে অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের ক্রিকেটের অবনতি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, টি২০ বিশ্বকাপ এবং ওডিআই বিশ্বকাপ, তিনটি শিরোপাই পাকিস্তান একবার না একবার জিতেছে অতীতে। কিন্ত𒉰ু বর্তমান পাকিস্তান দল ꧂পরপর তিনটি আইসিসি ইভেন্টেরই গ্রুপ স্টেজে ল্যাজেগোবরে অবস্থায় পড়েছে। এই নিয়েই এবার নিজের বিরক্তি প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটাহ শাহিদ আফ্রিদি।
পাক ক্রিকেটের বেহাল দশায় হতাশ আফ্রিদি
দলের ব্যাটিংয়ের গভীরতা কম, সেটা স্পষ্ট। অথচ কোনও কোনও ক্রিকেটাররা দলের স্বার্থ না দেখে, নিজেদের আগ্রাসী ক্রিকেট খেলতে যাচ্ছে। আবার রিজওয়ান, বাবর আজমরা এমন সময় গিয়ে স্লো ইনিংস খেলছেন, যাতে গুরুত্বপূর্ণ ম🙈্যাচে দল গাড্ডায় ♌পড়ে যাচ্ছে। এবার এই নিয়েই সুর চড়ালেন প্রাক্তন পাক অধিনায়ক আফ্রিদি, প্রশ্ন তুললেন ক্রিকেটার নির্বাচন নিয়েও।
সবাই চাইছে আফ্রিদি হতে
পাকিস্তানের ব্যাটিং দেখে আফ্রিদি বলছেন, ‘সবাই চাইছে শাহিদ আফ্রিদির মতো ব্যাটিং করতে, কিন্তু বুঝতে হবে যে সব ম্যাচে ২০০ রান ওঠে না ’। প্রসঙ্গত নিজের ক্রিকেট জীবনে পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার ছিলেন বোলারদের ত্রাস। বোলিংয়ে তিনি যত না ব্যাটারদের আতঙ্ক তৈরি করেছেন, তার থেকে অনেক বেশি তাঁকে নিয়ে চি♏ন্তায় থাকত প্রতিপক্ষ বোলাররা। কারণ তাঁর মারকাটারি ব্যাটিং।
India vs Maldives FIFA Friendly Live- অবসর ♒ভেঙে ফꦕিরেই গোল সুনীলের,৩-০ জিতল ভারত
পাকিস্তানের নির্বাচকদের দিকে আঙুল
নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ হারের মুখে পাকিস্তান। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতার প্রসঙ্গ টেনে নির্বাচকদেরও একহাত নিয়েছেন আফ্রিদি। তিনি বলছেন, ‘ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ছেলেদের পাঠানো হয়েছে। যখন স্পিনার খেলানোর দরকার ছিল, তখন দলে স্পিনার কম ছিল। আর এখন যখন পেসার খে൩লানোর দরকার, তখন দলে অতিরিক্ত স্পিনার পাঠানো হয়েছে ’।
রিজওয়ানের পাশে দাঁড়ালেন আফ্রিদি
এরপর মহম্মদ হাসনাইন, উসমান খানদের দীর্ঘদিন বসিয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন পাক তারকা। তাঁর কথায়, ‘এই ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই বেঞ্চ গরম করে চলেছেন, অথচ তাঁদের সুযোগই দেওয়া হচ্ছে না। যদি সুযোগই না দেওয়া হবে, তাহলে ওদের স্কোয়াডে রেখেই বা কি লাভ? পাকিস্তা🌞ন ক্রিকেট বোর্ডের একজন পার্মানেন্ট চেয়ারম্যান চাই। বাবর আজম এত সুযোগ পেল, তাহলে রিজওয়ান কেন🌌 অধিনায়ক হিসেবে মাত্র ছয় মাস সময় পেল? ’