☂ যেমন কথা তেমন কাজ। আগেই বিসিসিআই বলে দিয়েছিল, বেশি বাড়াবাড়ি সহ্য করবে না তাঁরা। এবার আইপিএলে না খেলার জন্য প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের তারকা ক্রিকেটারকে নির্বাসিত করে দিল বিসিসিআই, যার ফলে আগামী ২ বছরে আর আইপিএলের কোনও দলেই খেলতে পারবেন না সেই তারকা ব্যাটার।
ꦇআগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
আইপিএলে নির্বাসিত হ্যারি ব্রুক
🌊ইংল্যান্ডের তারকা ক্রিকেটার হ্যারি ব্রুককে এবারের আইপিএলের জন্য গত বছরের নভেম্বর মাসে হওয়া নিলামে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস দল। বেশ চড়া দামেই তাঁকে কেনা সত্ত্বেও সম্প্রতি তিনি জানান, যে আইপিএলে এবারে খেলতে আসবেন না তিনি। কোনও পারিবারিক সমস্যা বা চোটের কারণ ছিল না, আর তাতেই তিনি পড়লেন শাস্তির মুখে।
বিদেশি ক্রিকেটারদের নিয়ে কড়া বিসিসিআই
🌄আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল, কোনও বিদেশি ক্রিকেটার যদি অকারণে আইপিএলের নিলামে দল পাওয়ার পরও শেষ মূহূর্তে সরে দাঁড়ায়, তাহলে তাঁদের ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করে দেওয়া হবে। গত বছরের আইপিএলের নিলামের আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিসিসিআই।
২ বছরের জন্য নির্বাসিত ব্রুক
🧸এবার সেই নিয়ম অনুযায়ীই ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হল হ্যারি ব্রুককে। এর ফলে ইংরেজদের এই টপ অর্ডার ব্যাটার আর খেলতে পারবেন না ২০২৬ এবং ২০২৭ সালের আইপিএলে। গতবছরও দিল্লি ক্যাপিটালস দল আইপিএলের নিলামে ব্রুককে দলে নিয়েছিল, কিন্তু শেষ মূহূর্তে তিনি সরে দাঁড়িয়েছিলেন।
ꦡAFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
দিল্লি ক্যাপিটালসকে উদ্দেশ্য করে পোস্ট
𓆏ব্রুক সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর। আমি এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস এবং তাঁদের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ক্রিকেটকে খুব ভালোবাসি, আর ছোট থেকেই দেশের জন্য খেলার স্বপ্ন দেখেছি। আমি এই পর্যায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত খুশি ’
বেপরোয়া মনোভাব মানল না বিসিসিআই
💝তাঁর এই বেপরোয়া মনোভাব আর মেনে নিল না বিসিসিআই। ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছেও তাঁর নির্বাসনের কথা জানানো হয়েছে। অবশ্য ব্রুক ছাড়া এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এবারের আইপিএলে খেলতে পারছেন না, তবে তাঁরা প্রত্যেকেই চোটের কারণে খেলতে পারছে না।