সম্প্রতি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ একেবারে ৩-০ ব্যবধানে পকেটে তুলেছে রোহিত শর্মা ও তাঁর দল। এই সিরিজে সবচেয়ে বেশি নজর কেড়েছে 'মেন ইন ব্লু'র ব্যাটিং। যশস্বী জসওয়াল, শিবম দুবে, রিঙ্কু সিংদের দাপুটে ইনিংস মন ছুয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে শেষ ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং ছিল এক অন্যমাত্রার। শুরুতে ধীরে খেললেও পরের দিকে লাগাতার বাউন্ডারি হাকিয়ে তিনি করেন শতরান। ৬৯ বল খেলে তিনি করেন ১২১ রান। এমনকী ম্যাচে সুপার ওভারে যাওয়ার পরও ভাঙেনি তাঁর একাগ্রতা। তখনও তিনি মাঠে উপস্থিত সকল দর্শকদের উপহার দেন নিজের মারকুটে ব্যাটিং। ম্যাচের সেরাও হন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
তবে সিরিজ শেষ হওয়ার কয়েকদিন পর রোহিতের এই ইনিংস নিয়ে মুখ খোলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার করিম জান্নাত। সুপার ওভারে হিটম্যানের দুবার ব্যাট করার প্রসঙ্গে তিনি হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারের দাবি করেন যে দলের সকলের কোনও ধারনাই ছিল না যে রিটায়ার্ড আউট হলেও দুবার সুপার ওভারে ব্যাট করা যায় না।
তিনি বলেন, 'দেখুন সুপার ওভারের নিয়ম নিয়ে বিশেষ কোনও ধারণা আমাদের ছিল না। আমাদের টিম ম্যানেজমেন্ট আম্পায়ারদের সঙ্গে কথা বলে এই বিষয়ে। তৃতীয় ম্যাচে রোহিত দুবার ব্যাট করতে নামে। কিন্তু পরে আমরা জানতে পারি নিয়ম অনুযায়ী সেটা হয় না। এমনকী রিটায়ার্ড আউট হলেও এটা করা যায় না। তবে এখন আর এটা নিয়ে ভেবে কোন লাভ নেই। আমরা এটা নিয়ে আর কিছু করতে পারব না কারণ যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের অধিনায়ক ও কোচ এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে পরে আলোচনাও করেছিল।'
উল্লেখ্য, রোহিতের এই কীর্তি নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন আফগান দলের হেড কোচ জোনাথন ট্রটও। ম্যাচ শেষে একটি সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ টেনে এনে তিনি দাবি করেন যে লাগাতার নিয়ম পাল্টানো হলে আগামী দিনে অনেক সমস্যা হবে টি-টোয়েন্টি ক্রিকেটের। ট্রট বলেন, 'দেখুন এটা নিয়ে সত্যিই আমার কোনও ধারণা নেই যে রোহিতের ওটা আদৌ রিটায়ার্ড হার্ট ধরা হয়েছে না আউট ধরা হয়েছে। এর আগে কি আন্তর্জাতিক ক্রিকেটে কোনদিন দুবার সুপার ওভার হয়েছে? আমি এটাই বলতে চাইছি যে লাগাতার নিয়ম পাল্টানো হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে। বারবার যদি এটা হতে থাকে তাহলে আগামী দিনে একটা বড় সমস্যা সৃষ্টি হবে এই ফরম্যাটে।'