সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে যোগ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। রিহ্যাব শেষ করার পর তাঁকে আইপিএল খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে। মেডিক্যাল টিমের রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে এনসিএ। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডও (BCCI) তাঁকে খেলার ছাড়পত্র দিতে দু'বার ভাবেনি। তাই চোট সারিয়ে ফেরা বুমরাহের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলতে আর কোনও বাধা থাকল না। এমন কী তিনি সম্ভবত সোমবারের রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে ম্যাচেই মাঠে নেমে পড়তে পারেন। তেমনই ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে🃏। প্রসঙ্গত, জসপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম চারটি ম্যাচ খেলেননি, যার মধ্যে তিনটিতেই হারতে হয়েছে তাদের।
বুমরাহকে কোলে তুলে নিলেন মুম্বইয়ের ব্যাটিং কোচ
🐲মুম্বই ইন্ডিয়ান্স রবিবার অনুশীলন সেশনের একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে, দলের খেলোয়াড় এবং সদস্যরা বুমরাহকে স্বাগত জানাচ্ছেন। দলের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড জাসপ্রীত বুমরাহকে কোলে তুলে নিয়ে বলেন, ‘ওয়েলকাম মুসাফা।’ তিনি অনেকটা সময় বুমরাহকে কোলে রাখেন। এর পর পোলার্ড তাঁকে কোল থেকে নামালে দলে বাকি সদস্যদের সঙ্গে হাসতে থাকেন তারকা স্পিডস্টার। আর কথা বলতে গিয়ে না দেখেই অর্জুন তেন্ডুলকরের পা মারিয়ে দেন বুমরাহ।
ছাড়পত্র পাওয়ার কথা নিজেই জানালেন জসপ্রীত
🎶ডাক্তারি পরামর্শ অনুসরণ করে, বুমরাহকে বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করার আগে পাঁচ সপ্তাহ বিশ্রাম নিতে হয়েছিল। তাঁর অগ্রগতি ঘনিষ্ঠ ভাবে পর্যবেক্ষণ করা হয়েছিল, তবে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) তাঁকে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে কিনা, সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা বোর্ডের তরফে করা হয়নি। বুমরাহ অবশ্য নিশ্চিত করেছেন যে, তিনি আবার খেলার অনুমতি পেয়েছেন। ট্রেন্ট বোল্টের সঙ্গে দেখা হতে, তাঁর সঙ্গে কথোপকথনের সময়ে বুমরাহ বলেছেন ‘অবশেষে ছাড়পত্র পেয়েছি’।
আরও পড়ুন: ꦰধোনির ক্রিকেট শেষ, এটা ওকে মেনে নিতে হবে… কঠিন সত্যিটা মুখের উপর বলে দিলেন CSK-এর প্রাক্তনী
জয়াবর্ধনের বড় দাবি
🌱বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের আগে বুমরাহকে নিয়ে মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘ও আজ (রবিবার) অনুশীলন করেছে এবং (আরসিবি-র বিরুদ্ধে খেলার জন্য) উপলব্ধ হওয়া উচিত। ও গতকাল (শনিবার) রাতে দলের সঙ্গে যোগ দিয়েছে। এনসিএ (এখন সেন্টার অফ এক্সিলেন্স) এর সাথে ওর সেশনগুলি শেষ করতে পেরেছে। এখন ওকে আমাদের ফিজিওদের কাছে হস্তান্তর করা হয়েছে। ও আজ (রবিবার) বোলিং করছে। সব কিছুই ঠিকঠাক আছে।’