ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। প্রায় সব খেলোয়াড়ই ইতিমধ্যে তাঁদের নিজ নিজ দলে যোগ দিয়েছেন। ২০২৫ সালের ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। মরশুমের প্রথম ম্যাচটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (কেকেআর বনাম আরসিবি) মধ্যে অনুষ্ঠিত হবে। এই মরশুমে অজিঙ্কা রাহানের 🃏নেতৃত্বে খেলবে কেকেআর। আর রাহানে তাঁর দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দিতে নামলেই, ইতিহাস লিখে ফেলবেন।
অজিঙ্কা রাহানে তাঁর নামে একটি বড় রেকর্ড করতে চলেছেন
💃প্রকৃতপক্ষে, অজিঙ্কা রাহানে হবেন প্রথম ভারতীয় প্লেয়ার, যিনি তিনটি ভিন্ন আইপিএল দলে অধিনায়কত্ব দিতে চলেছেন। রাহানে ২০১৭ সালে স্টিভ স্মিথের অনুপস্থিতিতে একটি ম্যাচে রাইজিং সুপারজায়ান্টদের অধিনায়কত্ব করেছিলেন। এর পর ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হন রাহানে। তিনি আইপিএল ২০১৯-এও রাজস্থানের অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু মরশুমের মাঝামাঝি তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর খেলেছেন দিল্লি ক্যাপিটালস, কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের হয়ে। এখন আইপিএল ২০২৫-এ তাঁকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে।
ধোনি, রোহিত, কোহলিরা এই ক্ষেত্রে রাহানের চেয়ে পিছিয়ে রয়েছেন
൲রাহানে এই বিশেষ নজির গড়ে পিছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি , এবং রোহিত শর্মাকে। আইপিএলের প্রথম মরশুম থেকেই কোহলি আরসিবি-র হয়ে খেলছেন। এবং তিনি শুধু আরসিবি-রই অধিনায়কত্ব করেছেন। এদিকে রোহিত আবার শুধু মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। এবং তাঁর নেতৃত্বে মুম্বই পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এমএস ধোনি আবার ২টি দলের অধিনায়কত্ব করেছেন। চেন্নাই সুপার কিংস ছাড়াও ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন। তবে রাহানের মতো তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার নজির আর কারও নেই।
বেঙ্কটেশকে হারিয়ে নেতৃত্বের ব্যাটন জিতে নেন রাহানে
♛বেঙ্কটেশ আইয়ারকে উল্লেখযোগ্য দামে কেনার পর সকলে মনে করেছিলেন, এই মরশুমে কেকেআর-কে সম্ভবত তরুণ তারকাই নেতৃত্ব দেবেন। কলকাতা নাইট রাইডার্স বেঙ্কটেশকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নেয়। যেখানে রাহানেকে ১.৫ কোটি টাকায় কেনা হয়েছিল। তবে নেতৃত্বের ব্যাটন তরুণ বেঙ্কটেশের বদলে তুলে দেওয়া হয় অভিজ্ঞ রাহানের হাতে। ফ্র্যাঞ্চাইজের সিইও ভেঙ্কি মাইসোর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, আইপিএলের অতিরিক্ত চাপের মাঝে পুরো ম্যাচ ঠান্ডা মাথায় পরিচালনার ক্ষেত্রে রাহানের ব্যাপক অভিজ্ঞতা এবং সংযম কাজে লাগবে। আর এই বিষয়টিই তাঁকে কেকেআর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।
আইপিএল ২০২৫-এর জন্য কেকেআর স্কোয়াড
ꦉঅজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ, আংক্রিশ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, এনরিখ নরকিয়া, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কন্ডে, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, স্পেন্সার জনসন, লাভনিথ সিসোদিয়া, অনুকুল রায়, মইন আলি, উমরান মালিক।