রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্♓ধে ম্যাচে দারুণ শুরু করেছিলেন রোহিত শর্মার। তাঁর ছোট কিন্তু প্রতিশ্রুতিশীল ইনিংস হঠাৎ করেই যখন শেষ হয়ে যায় তখন সকলেই অবাক হয়েগিয়েছিলেন। এই সময়ে ম্যাচের এক আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। এই সময়ে রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে গ্যালারিতে যে ভাবে বসে ছিলেন তা সত্যি চোখে পড়ার মতো ছিল।
আগের ম্যাচে চোটের ক▨ারণে না খেললেও, এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে ফিরেই রোহিত শুরুর দিকে নিজের পুরনো ঝলক দেখিয়েছিলেন। দুটি🍸 চোখধাঁধানো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে নিজের ভক্তদের মুখে হাসি ফুটিয়েছিলেন তিনি।
ইনিংসের শুরুতে, ভুবনেশ্বর 𒁏কুমারের বলে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছয় মার𒁃েন ৩৮ বছর বয়সি রোহিত শর্মা। এরপর দ্বিতীয় ওভারে যশ দয়ালের বিরুদ্ধে টানা দুটি চার মারেন তিনি। ঠিক যখন মনে হচ্ছিল রোহিত নিজেকে ফিরে পাচ্ছেন, তখনই দয়ালের একটি বল ভিতরের দিকে সুইং করে তাকে পরাস্ত করে এবং তার ব্যাট মিস করে যায় এবং স্টাম্প উপড়ে যায়।
ক্যামেরা যখন গ্যালারির দিকে ঘোরানো হয়, তখন𒅌 গ🌟্যালারিতে রীতিকা সাজদের আবেগঘন প্রতিক্রিয়া ধরা পড়ে। তাঁকে গভীরভাবে ব্যথিত দেখাচ্ছিল, মুখের অভিব্যক্তি যেন বলে দিচ্ছিল, কতটা কষ্ট পেয়েছেন রোহিত শর্মার স্ত্রী।
আরও পড়ুন … IPL 2025: ও খুব অভিজ্🐻ঞ খেলোয়াড়… রোহিতের খারাপ ফর্ম নিয়ে অবশেষে মুখ 🅺খুললেন MI কোচ মাহেলা জয়বর্ধনে
আরও পড়ুন … IPL 2025: শেষ ওভারে ত🐽িন উইকেট শিকার করার পিছনের আসল রহস্য কী? কী বললেন ক্রুণাল পান্ডিয়া?
রোহিতের এই আগেভাগে আউট হও🥂য়া IPL-এ পাওয়ারপ্লে-তে তাঁর ফর্ম নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। Cricinfo-র তথ্য অনুযায়ী, ‘IPL ২০২৩ থেকে শুরু করে পাওয়ারপ্লে-তে (প্রথম ৬ ওভারে) অন্তত ২০০টি বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে রোহিতের গড় ২৪.৫৯ হয়েছে। শুধু ঋদ্ধিমান সাহার গড়ই এর চেয়ে কম। IPL ২০২৪ শুরু হওয়ার পর এই ফেজে (কমপক্ষে ১৮০ বল খেলে) রোহিতের গড় ২৭.৯০, যা সবচেয়ে খারাপ।’
রোহিত বাঁহাতি পেসারদের বিরুদ্ধেও টি২০-তে ভুগছেন। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ২৬টি ইনিংসে তিনি করেছেন মাত্র ২𓆉৪৯ রান এবং আউট হয়েছেন ১২ বার, যা💙র গড় মাত্র ২০.৭৫।
আরও পড়ুন … এটা মোহনবাগান টাইম… মোলিনার সবু🔴জ-মেরুন দলের সঙ্গে ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবাক করা মিল!
রোহিত শর্মাকে নিয়ে কথা বলতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ বলেন, ‘অবশ্যই, ডানহাতি ব্যাটসম্যানদে💯র জন্য বাঁহাতি পেসাররা চিরকালই একটা চ্যালেঞ্জ। এটা অনেকদিন ধরেই চলে আসছে, অনেক দল এটা করে থাকে। এটা একটা প্রাকৃতিক অ্যাঙ্গেল, যেটা স্পেস তৈরি করে। তবে আমি জানি, রোহিত এটা নিয়ে কাজ করছে, প্রচুর অনুশীলন করছে। ও খুব অভিজ্ঞ খেলোয়াড়।’
জয়বর্ধনে আরও বলেন, ‘আমি মনে করি না এটাকে খুব বড় করে দেখার দরকার আছে। ও আমাদের জন্য ভালো শুরু দিতে চাইছিল, আর কয়েকটা দারুণ শটও খেলেছে। যশ খুব ভালো বল করেছিল—লেট সুইং, ফুলার লেংথে বল—যেটা রোহিতে💎র ডিফেন্স ভেদ করে ঢুকে পড়েছিল। এত বছর খেলার পর মাঝে মাঝে বোলারকেও কৃতিত্ব দিতে হয়। তাই আমি ব্যাপারটাকে অত গুরুত্ব দিচ্ছি না, তবে হ্যাঁ, এটা নিয়ে রোহিত অবশ্যই পরিশ্রম করছে।’