সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হারের পরে মহেন্দ্র সিং ধোনি তাঁর একাদশ নির্বাচন নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন। তিনি বলেন, যখন দলে চারজন মূল খেলোয়াড় প্রত্যাশামতো পারফর্ম করে না, তখন যে কোনও ফ্র্যাঞ্চাইজির পক্ষেই তা সামলানো কঠিন হয়ে পড়ে। তাঁর মতে, এক-দুই জায়গায় সমস্যা হলে তা সামাল দেওয়া যায়, কিন্তু অধিকাংশ খেলোয়াড় ফর্মে না থাকলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
SRH-এর বিরুদ্ধে ম্যাচ হেরে ধোনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে যদি এক-দুটি জায়গায় সমস্যা থাকে, তাহলে সেগুলো সামলে নেওয়া যায়। কিন্তু যদি দলের বেশিরভাগ খেলোয়াড়ই ভালো না খেলেন—সেটা ব্যাটিং হোক বা বোলিং—তাহলে সেটা খুব চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কারণ তখন কিছু পরিবর্তন করতেই হয়। তবে যদি বেশিরভাগ খেলোয়াড় ভালো খেলেন, তাহলে আপনি কাউকে কয়েকটা বাড়তি সুযোগ দিতে পারেন, আর যদি তাতেও কাজ না হয়, তখন তাকে পরিবর্তন করে পরবর্তী খেলোয়াড়কে সুযোগ দেন।’
আরও পড়ুন … ক্রিকেটই জীবনের সব কিছু নয়… CSK-কে হারিয়ে ম্যাচের সেরা হয়ে SRH তারকার অবাক করা মন্তব্য
মহেন্দ্র সিং ধোনি আরও বলেন, ‘কিন্তু যদি একসঙ্গে চারজন ভালো না খেলেন, তখন সেই পরিবর্তন করতেই হবে, কারণ আপনি একইভাবে চালিয়ে যেতে পারেন না। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা পর্যাপ্ত রান তুলতে পারছি না, যা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়।’
এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি CSK পরবর্তী ম্যাচে দলে বদল করবে? দলে কি বড় কোনও চমক দেখাবে? সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজয়ের পর চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বীকার করেছেন যে, তাঁর দল একটি যথোপযুক্ত স্কোর তুলতে ব্যর্থ হয়েছে এবং স্পিন বোলারদের বিরুদ্ধে ব্যাটারদের লড়াই করার দুর্বলতার কথাও তুলে ধরেছেন মাহি।
আরও পড়ুন … ‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ও ভারতের ভালো নাগরিক নয়!’ ফের কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন?
মহেন্দ্র সিং ধোনির মন্তব্যে উঠে এসেছে তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের প্রশংসা, যিনি আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই ভয়ডরহীন ইনিংস খেলেছেন। চেন্নাইয়ের স্পিনের বিরুদ্ধে দুর্বলতা যেন দিন দিন আরও প্রকট হচ্ছে, এবং সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও অবনমন ঘটছে। নবম ম্যাচে সপ্তম হারের ফলে, তারা তালিকার একেবারে তলানিতে নেমে গিয়েছে, যেখানে চিপক স্টেডিয়ামে SRH-এর কাছে পাঁচ উইকেটে হেরেছে। ম্যাচটি ছিল কম রানের লড়াই, এবং কোনও ব্যাটারই অর্ধশতক করতে পারেননি।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণীতে ধোনি বলেন, ‘আমরা নিয়মিত উইকেট হারিয়েছি, এবং প্রথম ইনিংসে পিচ কিছুটা ভালো ছিল। ১৫৫ রানের স্কোর যথার্থ ছিল না, কারণ বল খুব একটা টার্ন করছিল না। হ্যাঁ, ৮-১০ ওভারের পর কিছুটা দুই রকম গতি দেখা যাচ্ছিল পেসারদের ক্ষেত্রে, তবে সেটাও খুব আলাদা কিছু ছিল না। আমার মনে হয়, আমরা আরও কিছু রান তুলতে পারতাম। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা একটু বাড়তি সাহায্য পেয়েছিলেন, আমাদের স্পিনারদের গুণমানও ভালো ছিল, তারা সঠিক জায়গায় বল করেছে, কিন্তু আমরা ১৫-২০ রান কম করেছি।’
আরও পড়ুন … ভারতে PSL 2025-এর No Entry! কাশ্মীরের সন্ত্রাসী হামলার প্রতিবাদ, Fancode-এর বড় পদক্ষেপ
তিনি তরুণ ব্যাটার ব্রেভিসের সাহসী ইনিংসের প্রশংসা করে বলেন, ‘আমাদের মিডল অর্ডারে এমন কাউকে দরকার, যে স্পিনারদের বিরুদ্ধে খেলতে ভয় পায় না। আমরা যখন স্পিনারদের বিরুদ্ধে খেলি, তখন আমরা হয় জায়গা বুঝে ব্যাট করে রান তুলব, নয়তো বড় শট খেলব আমাদের শক্তির জায়গা থেকে—এই জায়গাটায় আমরা পিছিয়ে আছি। আমরা স্পিনের বিরুদ্ধে দাপট দেখাতে পারিনি।’
ধোনি আরও বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে যদি ১-২টা জায়গা ঢেকে দেওয়া যায়, তাহলে দল টিকে থাকতে পারে। কিন্তু যদি বেশিরভাগ খেলোয়াড়ই খারাপ ফর্মে থাকে, তাহলে সেটা কঠিন হয়ে যায়। আমরা পর্যাপ্ত রান তুলতে পারছি না, অথচ এখন এটা খুবই জরুরি। আমি বলছি না সবসময় ১৮০-২০০ রান তুলতেই হবে, তবে কন্ডিশন বুঝে রান তোলাটা দরকার।’
এদিনের ম্যাচে জয়ের ফলে SRH পয়েন্ট তালিকায় উঠে এসেছে অষ্টম স্থানে। তাদের ৯ ম্যাচে ৩টি জয় ও ৬টি হার, মোট ৬ পয়েন্ট। আর CSK রয়েছে তালিকার একেবারে নীচে, ৯ ম্যাচে মাত্র ২টি জয় ও ৭টি হার, মোট ৪ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। বুধবার, ৩০ এপ্রিল, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।